ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

স্বামীর খোঁজে আসা পাকিস্তানি তরুণীকে মারধর

২০২৩ ডিসেম্বর ১৪ ১৮:২৩:৪০
স্বামীর খোঁজে আসা পাকিস্তানি তরুণীকে মারধর

নিজস্ব প্রতিবেদক : স্বামীর খোঁজে পাকিস্তান থেকে হবিগঞ্জের চুনারুঘাটে আসা তরুণী মাহা বাজোয়া (৩০) মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টায় চুনারুঘাটের উত্তর বড়াইল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পাকিস্তানি ওই নারী। মাহা বাজোয়ার স্বামীর নাম সাজ্জাদ হোসেন মজুমদার (৩৫)। বড়াইল এলাকার শফি উল্লা মজুমদারের ছেলে তিনি।

মাহা বাজোয়া জানান, বুধবার (১৩ ডিসেম্বর) রাতে সাজ্জাদ তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরেছেন জেনে সেখানে গিয়েছিলাম। এতে ক্ষিপ্ত হয়ে সাজ্জাদ ও তার স্বজনরা আমাকে মারধর করে। এতে আমার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে মারধরের ঘটনা জানাই এবং হাসপাতালে চিকিৎসা নেই।

এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি হিল্লুল রায় বলেন, ‘ওই নারীকে মারপিটের খবর আমরাও পেয়েছি। ৯৯৯ নম্বরে কল দিয়ে ওই নারী জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

জানা যায়, গত ৮ ডিসেম্বর স্বামীর খোঁজে চুনারুঘাটে আসেন মাহা। সেখানে সাজ্জাদের ভাইয়ের বাড়িতে তিনি অবস্থান নেন। পরে স্বামীর বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে পৃথক দুটি মামলাও দায়ের করেছেন তিনি।

শেয়ারনিউজ, ১৪ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে