ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

শেয়ারবাজারে পতনের চেয়ে উত্থান প্রায় তিন গুণ

২০২৩ ডিসেম্বর ১১ ১৫:৩৭:৫৮
শেয়ারবাজারে পতনের চেয়ে উত্থান প্রায় তিন গুণ

নিজস্ব প্রতিবেদক : একদিন পিছুটান দিয়ে আজ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১১ ডিম্বের) শেয়ারবাজার বড় উত্থান প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচক আজ বেড়েছে। পাশাপাশি বেড়েছে লেনদেনও। আজ যে পরিমাণ কোম্পানির শেয়ারদর কমেছে, তার চেয়ে প্রায় তিন গুণ বেশি কোম্পানির শেয়ারদর বেড়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, ডিএসইর সূচক আজ ৬ হাজার ২৬৪ অতিক্রম করেছে। এটি ছিল সূচক উত্থানের পথে বড় বাধা। সেটি আজ অতিক্রম করেছে। ফলে সামনে বাজার আরও ভালো হবে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১১৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৫৯১ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।আজ ডিএসইতে আগের দিন থেকে ৫৩ কোটি ৮৫ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৫৩৭ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসইতে আজ ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮০টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ২৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ সিএসইতে ২১৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ২৬টির। দর অপরিবর্তিত রয়েছে ১১৩টি প্রতিষ্ঠানের।

শেয়ারনিউজ, ১১ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে