ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
Sharenews24

মালদ্বীপে বাংলাদেশিদের জন্য যে দুঃসংবাদ দিলো ইমিগ্রেশন বিভাগ

২০২৩ ডিসেম্বর ০৮ ১৯:৩২:৫৩
মালদ্বীপে বাংলাদেশিদের জন্য যে দুঃসংবাদ দিলো ইমিগ্রেশন বিভাগ

নিজস্ব প্রতিবেদক : মালদ্বীপের ইমিগ্রেশন বিভাগ দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের ধরতে ধারাবাহিক অভিযান শুরু করতে যাচ্ছে। বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) মালদ্বীপ ইমিগ্রেশন বিভাগের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, মালদ্বীপে অবৈধ অভিবাসীদের সমস্যার দ্রুত সমাধানে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযান চলাকালে প্রবাসীদের পরিচয় ও ভিসা যাচাই-বাছাই করা হবে।

এই অপারেশনের উদ্দেশ্য হলো- নিয়োগকর্তা, সরকারি প্রতিষ্ঠান, বিদেশি দূতাবাস, সাধারণ জনগণ এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সহযোগিতায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

অভিবাসন আইন অমান্যকারী বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

জানা যায়, অভিবাসন আইন লঙ্ঘন করে মালদ্বীপে যারা কাজ করছেন এবং বৈধ পারমিট ছাড়া মালদ্বীপে বসবাস করছেন তাদের বিরুদ্ধে অভিবাসন আইন প্রয়োগ করা হবে।

মালদ্বীপে বিপুল অভিবাসী রয়েছে, যাদের অনেকেই অনিবন্ধিত। এই অবৈধ শ্রমিকদের বেশিরভাগ বাংলাদেশি এবং ভারতীয় বলে ধারণা করা হয়।

শেয়ারনিউজ, ০৮ ডিসেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে