ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
Sharenews24

ক্ষতিপূরণ পেল পেনাংয়ে দুর্ঘটনায় নিহত ৩ বাংলাদেশির পরিবার

২০২৩ ডিসেম্বর ০৮ ১৬:৪৮:৫৬
ক্ষতিপূরণ পেল পেনাংয়ে দুর্ঘটনায় নিহত ৩ বাংলাদেশির পরিবার

নিজস্ব প্রতিবেদক : ক্ষতিপূরণ পেয়েছে মালয়েশিয়ার পেনাংয়ে ভবন ধসে নিহত ৩ বাংলাদেশির পরিবার। বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, মালয়েশিয়ান কোম্পানিটি নিহতদের প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে ৬ লাখ ২০ হাজার টাকা দিয়েছে।

নিহতদের মরদেহ খুব শিগগিরই দেশে পাঠানোর সব কার্যক্রম শেষ হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এস এম জাহিদুর রহমান।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর রাত ১০টার দিকে পেনাংয়ে নির্মাণাধীন ভবনের পিলার ধসে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয় ২ বাংলাদেশি, হাসপাতালে নেওয়ার পর মারা যান আরো ১ জন। এ ঘটনায় মারাত্মক আহত হন আরো দুই বাংলাদেশি। ১৮ জন বাংলাদেশি নির্মাণ শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন সেখানে।

শেয়ারনিউজ, ০৮ ডিসেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে