ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
Sharenews24

উত্থানের বাজারেও পতনের তালিকায় ‘এ’ ক্যাটাগরির ৫ শেয়ার

২০২৩ ডিসেম্বর ০৬ ২০:১৬:৪৯
উত্থানের বাজারেও পতনের তালিকায় ‘এ’ ক্যাটাগরির ৫ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : আজ বুধবার (০৬ ডিসেম্বর) দেশের শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনও বেড়েছে। সাম্প্রতিক সময়ে পতনের বাজারে সূচকের উত্থান ইতিবাচক মনে করা হলেও বাস্তবে সে রকম আহামরি কিছু না। কারণ উত্থানের বাজারেও গেইনার তালিকায় ‘এ’ ক্যাটাগরির কোম্পানি জায়গা করে নিতে পারছে না।

আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধি বা গেইনার তালিকায় ‘এ’ ক্যাটাগরির জায়গা না হলেও দরপতন বা লুজার তালিকায় উঠে এসেছে ‘এ’ ক্যাটাগরির ৫ কোম্পানি।

কোম্পানি ৫টি হলো- আফতাব অটোমোবাইলস, জেমিনি সি ফুডস, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল ম্যাসিনারি, জেনেক্স ইনফৌসিস এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

এই ৫টি কোম্পানি নিয়মিতভাবে ডিভিডেন্ড দিয়ে আসছে। তবুও বিনিয়োগকারীদের অনাগ্রহের কারণে দর কমায় কোম্পানিগুলোর লুজার তালিকায় অবস্থান করছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইর গেইনার তালিকা দ্বিতীয় স্থানে ছিল আফতাব অটোমোবাইলস। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ৩.৯২ শতাংশ দর কমে দাঁড়িয়েছে ৩৪ টাকা ৩০ পযসায়।

আজ ডিএসইর গেইনারের তালিকা তৃতীয় স্থানে ছিল জেমিনি সি ফুডস। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৭ টাকা ৭০ পয়সা বা ৩.০৯ শতাংশ দর কমে দাঁড়িয়েছে ৫৫৫ টাকা ৩০ পযসায়।

আজ ডিএসইর গেইনার তালিকা ষষ্ঠ স্থানে ছিল মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল ম্যাসিনারি। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৫ টাকা ৮০ পয়সা বা ২.৭৫ শতাংশ দর কমে দাঁড়িয়েছে ৫৫৮ টাকা ১০ পযসায়। বর্তমানে কোম্পানিটির মূলধনের তুলনায় রিজার্ভের পরিমাণ বেশি।

আজ ডিএসইর গেইনার তালিকা সপ্তম স্থানে ছিল জেনেক্স ইনফৌসিস। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা বা ২.৭০ শতাংশ দর কমে দাঁড়িয়েছে ৬৮ টাকা ৪০ পযসায়।

আজ ডিএসইর গেইনার তালিকা দশম স্থানে ছিল ওরিয়ন ইনফিউশন লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৭০ পয়সা বা ২.২৩ শতাংশ দর কমে দাঁড়িয়েছে ৩৩৭ টাকায়।

শেয়ারনিউজ, ০৬ ডিসেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে