ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

বিএনপির আরও এক নেতা বহিষ্কার

২০২৩ নভেম্বর ৩০ ১১:৪৪:৩৮
বিএনপির আরও এক নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছেপঞ্চগড় জেলা বিএনপির সদস্য আব্দুল আজিজকে দলের।

তৃণমূল বিএনপিতে যোগ দিয়ে পঞ্চগড়-২ আসনে সংসদ নির্বাচনে তিনি অংশ নেওয়ার অভিযোগে বুধবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে পঞ্চগড় জেলা বিএনপির সদস্য আব্দুল আজিজকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতেএর আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ এ কে একরামুজ্জামান এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

তাদের মধ্যে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন সৈয়দ এ কে একরামুজ্জামান। আর শাহ মো. আবু জাফর বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন।

শেয়ারনিউজ, ৩০ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে