ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

ফ্লোর প্রাইস ভেঙ্গে লেনদেন ৭ কোম্পানির

২০২৩ নভেম্বর ২৯ ২০:৫০:৩৯
ফ্লোর প্রাইস ভেঙ্গে লেনদেন ৭ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কর্মদিবস আজ বুধবার (২৯ নভেম্বর) উভয় শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ফ্লোর প্রাইস অতিক্রম করে লেনদেন করেছে ৭ কোম্পানির শেয়ার। যেগুলো হলো- অ্যাপেক্স ফুটওয়্যার, এশিয়া ইন্সুরেন্স, দেশ গার্টেন্টস, মাইডাস ফাইন্যান্স, রংপুর ফাউন্ড্রি, রেনউইক যজেনশ্বর ও শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।

অ্যাপেক্স ফুটওয়্যার

আজ অ্যাপেক্স ফুটওয়্যারের দর বেড়েছে ২ টাকা। কোম্পানিটির শেয়ার আজ ফ্লোর প্রাইস ২৫৭ টাকা ৫০ পয়সা অতিক্রম করে ২৬০ টাকায় লেনদেন করেছে। শেষ বেলায় কোম্পানিটির শেয়ার ক্লোজিং হয়েছে ২৫৯ টাকা ৫০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮১ হাজার ১৫৫টি। আগের দিন লেনদেন হয়েছিল ৯ হাজার ৫৩০টি শেয়ার।

এশিয়া ইন্সুরেন্স

আজ এশিয়া ইন্সুরেন্সের দর বেড়েছে ৭০ পয়সা। কোম্পানিটির শেয়ার আজ ফ্লোর প্রাইস ৪৮ টাকা ৯০ পয়সা অতিক্রম করে ৪৯ টাকা ৯০ পয়সায় লেনদেন করেছে। তবে শেষ বেলায় কোম্পানিটির শেয়ার ফের ফ্লোর প্রাইসে ফিরে আসে। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৫০৭টি। আগের দিন লেনদেন হয়েছিল ৮৭ হাজার ৯৩টি শেয়ার।

দেশ গার্টেন্টস

আজ দেশ গার্টেন্টসের দর বেড়েছে ১০ পয়সা। কোম্পানিটির শেয়ার আজ ফ্লোর প্রাইস ১১১ টাকা ৪০ পয়সা অতিক্রম করে ১১৩ টাকা ৯০ পয়সায় লেনদেন করেছে। শেষ বেলায় কোম্পানিটির শেয়ার ক্লোজিং হয়েছে ১১১ টাকা ৫০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮৭ হাজার ৮০২টি। আগের দিন লেনদেন হয়েছিল ১৯ হাজার ৯০৯টি শেয়ার।

মাইডাস ফাইন্যান্স

আজ মাইডাস ফাইন্যান্সের দর বেড়েছে ১০ পয়সা। কোম্পানিটির শেয়ার আজ ফ্লোর প্রাইস ১০ টাকা অতিক্রম করে ১০ টাকা ১০ পয়সায় লেনদেন করেছে। তবে শেষ বেলায় কোম্পানিটির শেয়ার ফের ফ্লোর প্রাইসে ফিরে আসে। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২২ হাজার ৫৭০টি। আগের দিন লেনদেন হয়েছিল ৫২ হাজার ৯৩১টি শেয়ার।

রংপুর ফাউন্ড্রি

আজ রংপুর ফাউন্ড্রির দর বেড়েছে ২০ পয়সা। কোম্পানিটির শেয়ার আজ ফ্লোর প্রাইস ১৫৩ টাকা ৯০ পয়সা অতিক্রম করে ১৫৪ টাকা ১০ পয়সায় লেনদেন করেছে। তবে শেষ বেলায় কোম্পানিটির শেয়ার ফের ফ্লোর প্রাইসে স্থান নেয়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬ হাজার ১০৮টি। আগের দিন লেনদেন হয়েছিল ৮৯৫টি শেয়ার।

রেনউইক যজেনশ্বর

আজ রেনউইক যজেনশ্বরের দর বেড়েছে ১৫ টাকা ৯০ পয়সা। কোম্পানিটির শেয়ার আজ ফ্লোর প্রাইস ৭৫০ টাকা ১০ পয়সা অতিক্রম করে ৮০৫ টাকা পর্যন্ত উঠেছে। শেষ বেলায় কোম্পানিটির শেয়ার ক্লোজিং হয়েছে ৭৬৬ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯ হাজার ১৮৩টি। আগের দিন লেনদেন হয়েছিল ১টি শেয়ার।

শাহজালাল ইসলামী ব্যাংক

আজ শাহজালাল ইসলামী ব্যাংকের দর বেড়েছে ২০ পয়সা। কোম্পানিটির শেয়ার আজ ফ্লোর প্রাইস ১৮ টাকা ৩০ পয়সা অতিক্রম করে ১৮ টাকা ৫০ পয়সায় লেনদেন করেছে। তবে শেষ বেলায় কোম্পানিটির শেয়ার ফের ফ্লোর প্রাইসে স্থান নেয়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪ হাজার ৬২০টি। আগের দিন লেনদেন হয়েছিল ৯ হাজার ৭৭৭টি শেয়ার।

শেয়ারনিউজ, ২৯ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে