ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
Sharenews24

মালয়েশিয়ায় ভবন ধসে নিহত ৩ বাংলাদেশির পরিচয় মিলেছে

২০২৩ নভেম্বর ২৯ ১৯:০৩:৩৮
মালয়েশিয়ায় ভবন ধসে নিহত ৩ বাংলাদেশির পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়ার পেনাংয়ে নির্মাণাধীন ভবন ধসে নিহত ৩ বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। পরিচয় মিলেছে আহত ২ বাংলাদেশিরও। এছাড়া, এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে ৪ বাংলাদেশি।

নিহতরা হলেন- কুমিল্লার দেবিদ্বার উপজেলার লক্ষীপুর গ্রামের মোহাম্মদ সাইফুল ইসলাম (২৯), বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মোহাম্মদ মোকাদ্দেস আলী (৪৬) ও পাবনার চাটমোহর উপজেলার ছাইপাই গ্রামের মো. আহেদ আলী (৪২)।

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এ এস এম জাহিদুর রহমান নিহতদের পরিচয় শনাক্ত করেছেন।

আহতরা হলেন- মো. রাজু ইসলাম (৩৩) ও মো. উজ্জল মৃধা (৩০)। তাদের পেনাং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, নিখোঁজ ৪ বাংলাদেশি শ্রমিককে উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে মালয়েশিয়ান ফায়ার সার্ভিস ও পুলিশ।

উল্লেখ্য, মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে মালয়েশিয়ার পেনাংয়ে নির্মাণাধীন ভবন ধসে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ১২ জনকে উদ্ধার করা হয়। জানা গেছে, নির্মাণাধীন ভবনের সকল শ্রমিকই ছিলেন বাংলাদেশি।

শেয়ারনিউজ, ২৯ নভেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে