ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

শেয়ার কিনতে পারছে না তিন কোম্পানির বিনিয়োগকারীরা

২০২৩ নভেম্বর ২৬ ১১:২৭:২৭
শেয়ার কিনতে পারছে না তিন কোম্পানির বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের এক ঘন্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে তিন কোম্পানির। এতে কোম্পানিগুলোর ক্রেতারা সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে শেয়ার কিনতে চাইলেও বিক্রেতার অভাবে কোম্পানিগুলোর শেয়ার কিনতে পারছেন না। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- সেন্ট্রাল ফার্মা, জেনারেশন নেক্সট ও আরএসআরএম লিমিটেড।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন সেন্ট্রাল ফার্মার শেয়ার ১৭ টাকা ৬০ পয়সায় লেনদেন শুরু হয়ে ৩০ মিনিটের মাথায় ১৮ টাকায় ৭০ পয়সায় বিক্রেতাশুন্য হয়ে পড়ে। আগের দিন কোম্পানিটির রেকর্ড ডেট ছিল। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি নো ডিভিডেন্ড দিয়েছিল। তারপরও কোম্পানিটির শেয়ারে অস্বাভাবিক চাহিদা রয়েছে। এই সময়ে লাখ লাখ শেয়ারের ক্রেতা থাকলেও বিক্রেতাদের সন্ধান দেখা যায়নি।

এদিকে, বেলা পৌনে ১১ টায় জেনারেশন নেক্সটের শেয়ার ৬ টাকা ৩০ পয়সা থেকে উঠে ৬ টাকা ৮০ পয়সায় সর্বোচ্চ দরে হল্টেড হয়ে যায়। আগের দিন শেয়ারটির দর ছিল ৬ টাকা ২০ পয়সা। হল্টেড প্রাইসে লাখ লাখ শেয়ারের ক্রেতা থাকলেও বিক্রেতা না থাকায় বিনিয়োগকারীরা শেয়ারটি কিনতে পারছে না।

অন্যদিকে, আরএসআরএমের শেয়ার আজ ১৮ টাকা ৯০ পয়সায় লেনদেন শুরু হয়। তারপর ১১টার দিকে ২০ টাকা ৪০ পয়সায় সর্বোচ্চ দরে বিক্রেতাশুন্য হয়ে যায়। আগের দিন শেয়ারটির দর ছিল ১৮ টাকা ৬০ পয়সা। হল্টেড প্রাইসে ক্রেতারা শেয়ারটি কিনতে চাইলেও বিক্রেতা না থাকায় কিনতে পারছে না।

শেয়ারনিউজ, ২৬ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে