ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
Sharenews24

গ্লোবাল হেভি কেমিক্যালসের লোকসান বেড়েছে চারগুণের বেশি

২০২৩ নভেম্বর ২৪ ২১:১২:১৬
গ্লোবাল হেভি কেমিক্যালসের লোকসান বেড়েছে চারগুণের বেশি

নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের লোকসান চার গুণেরও বেশি বেড়েছে। কোম্পানিটির প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) গ্লোবাল হেভি কেমিকেলসের শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৯৯ পয়সা। অর্থাৎ তিন মাসে কোস্পানিটি সর্বমোট ১৪ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা লোকসান দিয়েছে। আগের বছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৪৬ পয়সা।

বড় লোকসানের কারণ হিসেবে কোম্পানিটি বলছে, পণ্য বিক্রিতে খরচ বেশি হওয়া এবং গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে প্রতিষ্ঠানটির আয় হ্রাস পেয়েছে। এছাড়াও শ্রম ব্যয় ও অবচয়কেও লোকসানের কারণ হিসেবে দেখিয়েছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটি।

এদিকে এক বছরের ব্যবধানে কোম্পানিটির সম্পদের মূল্যও কমেছে। সেপ্টেম্বর, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৫ টাকা ৮৬ পয়সায়। আগের বছর একই সময়ে এনএভিপিএস ছিল ৪৭ টাকা ৮৫ পয়সা।

২০১৩ সালে গ্লোবাল হেভি কেমিকেলস শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ২০২২ সালে কোম্পানিটির লোকসান শুরু হয়। ওই বছর কোম্পানিটি সর্বমোট ১১ কোটি ২৮ লাখ টাকা লোকসান দেয়।

সর্বশেষ অর্থবছরে (৩০ জুন, ২০২৩) লোকসান বেড়ে দাঁড়ায় ৪১ কোটি ৪৪ লাখ ৪০ হাজার টাকায়। ফলে ২০২৩ সালে বিনিয়োগকারীদের ডিভিডেন্ডও দেয়নি কোম্পানিটি। আর চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকেও বড় লোকসানের তথ্য জানিয়েছে গ্লোবাল হেভি কেমিক্যালস।

শেয়ারনিউজ, ২৪ নভেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে