ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেপ্তার আল শিফা হাসপাতালের পরিচালক

২০২৩ নভেম্বর ২৩ ১৭:০৯:২৮
ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেপ্তার আল শিফা হাসপাতালের পরিচালক

আন্তর্জাতিক ডেস্ক : আল শিফা হাসপাতালের পরিচালকসহ কয়েকজন চিকিৎসা কর্মীকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। আল শিফার বিভাগীয় প্রধান খালিদ আবু সামরা জানান, হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়াকে আরও কয়েকজন সিনিয়র চিকিৎসকের সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) হাসপাতালটির চিকিৎসকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

জানা গেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজার সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র আল শিফাতে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের বাঙ্কার ও টানেল রয়েছে অভিযোগ তুলে কিছুদিন ধরে হাসপাতালটিতে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এরপরই আল শিফা হাসপাতালের নিচে হামাসের সুরক্ষিত সুড়ঙ্গ পাওয়ার কথিত ভিডিও প্রকাশ করে ইসরায়েল সেনারা।

তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছে হামাস ও আল শিফার চিকিৎসকরা। কিন্তু ইসরায়েলি বাহিনী অভিযোগ করেছে, গাজার সবচেয়ে বড় হাসপাতালটি হামাসের কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার হয়ে আসছিল। এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনী এ বিষয়ে শক্ত কোন প্রমাণ সরবরাহ করতে পারেনি।

অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ জানিয়েছেন, গাজার আরেক চিকিৎসাকেন্দ্র ইন্দোনেশিয়ান হাসপাতাল চার ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। উত্তর গাজার এই হাসপাতালটির চারদিক থেকে বোমা হামলা অব্যাহত রয়েছে।

শেয়ারনিউজ, ২৩ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে