ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

সরকারি কর্মকর্তাদের নামের সঙ্গে সাহেব ব্যবহার নিষিদ্ধ

২০২৩ নভেম্বর ২৩ ১১:০০:৩৯
সরকারি কর্মকর্তাদের নামের সঙ্গে সাহেব ব্যবহার নিষিদ্ধ

আন্তর্জাতক ডেস্ক : পাকিস্তানে সরকারি কর্মকর্তাদের নামের সঙ্গে সাহেব ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে। দেশটির প্রধান বিচারপতি কাজী ফায়েজ ইসা এ নিষেধাজ্ঞার আদেশ দেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

সংবাদমাধ্যমটির দুই পৃষ্ঠার ওই আদেশে পাকিস্তানের প্রধান বিচারপতি বলেন, একজন সরকারি কর্মকর্তার নামের সঙ্গে সাহেব শব্দটি যুক্ত করা জনসাধারণের স্বার্থের পরিপন্থী। এতে সরকারি কর্মকর্তাদের মধ্যে দায়িত্বহীনতার মনোভাব তৈরি হয়, যা গ্রহণযোগ্য নয়।

আরও বলা হয়, সাহেব শব্দটি সংযুক্ত করা বন্ধ করে দেওয়া হচ্ছে কারণ এটি অপ্রয়োজনীয়ভাবে সরকারি কর্মচারীদের মর্যাদাকে বাড়িয়ে দেয়। ২০২২ সালে পেশোয়ারে একটি শিশু হত্যা করা হয়। ওই মামলায় জামিনের আবেদনের শুনানি চলাকালীন প্রধান বিচারপতি ইসা এমন আদেশ দেন।

জানা গেছে, এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের তদন্তে অবহেলা ছিল। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসল দোষীদের সাজা না দিয়ে নির্দোষ এক ব্যক্তিকে জেলে পাঠানো হয়। পরে আদালত ওই ব্যক্তিকে জামিন দেন।

এ ঘটনায় জড়িত স্থানীয় পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্টকে (ডিএসপি ) সাহেব বলে সম্বোধন করেন খাইবার-পাখতুনখোয়া প্রদেশের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল । বিষয়টি নিয়ে খাইবার-পাখতুনখোয়া প্রদেশের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেলকে তিরস্কার করে পাকিস্তানের প্রধান বিচারপতি বলেন, সাহেব ডেকে সবাইকে নষ্ট করেছন। তিনি একজন ডিএসপি বা বরং একজন অযোগ্য ডিএসপি।

শেয়ারনিউজ, ২৩ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে