ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
Sharenews24

শুরুতেই বিক্রেতা উধাও তিন কোম্পানির

২০২৩ নভেম্বর ২২ ১০:৪৮:২৭
শুরুতেই বিক্রেতা উধাও তিন কোম্পানির

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কর্মদিবস আজ বুধবার (২২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ২০ মিনিটের মাথায় বিক্রেতা উধাও হয়ে গেছে ৩ কোম্পানির শেয়ারের। এতে কোম্পানিগুলোর লাখ লাখ ক্রেতা শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দামে জমায়েত হলেও বিক্রেতাদের সন্ধান মিলেনি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ইভিন্স টেক্সটাইল-ইটিএল এবং প্যাসিফিক ডেনিমস লিমিটেড।

বাজার তথ্যে দেখা যায়, এদিন বেলা ১০টা ১৭ মিনিটে খুলনা প্রিন্টিংয়ের শেয়ার ২৪ টাকায় ৩০ পয়সায় বিক্রেতাশুন্য হয়ে পড়ে। এই সময়ে ৩০ লাখের বেশি শেয়ার লেনদেন হয় এবং সর্বোচ্চ দামে ৬ লাখের বেশি ক্রেতার সমাগম দেখা যায়।

এদিকে, বেলা ১০টা ১৮ মিনিটে ইটিএলের শেয়ার ১২ টাকা ৫০ পয়সায় সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দামে হল্টেড হয়ে যায়। এই সময়ে ৭২ লাখের বেশি শেয়ার লেনদেন হয় এবং হল্টেড প্রাইসে ৫ লাখ ৩২ হাজারের বেশি ক্রেতার জমায়েত দেখা যায়।

অপরদিকে, বেলা ১০টা ১৯ মিনিটে প্যাসিফিক ডেনিমসের শেয়ার ১৩ টাকা ৯০ পয়সায় সর্বোচ্চ দামে হল্টেড হয়ে যায়। এই সময়ে কোম্পানিটির ৬০ লাখের বেশি শেয়ার লেনদেন হয় এবং দিনের সর্বোচ্চ দামে ৪ লাখ ১১ হাজারের বেশি ক্রেতার সমাগম দেখা যায়।

শেয়ারনিউজ, ২২ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে