ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

দুই কোম্পানির রেকর্ড সর্বোচ্চ লেনদেন

২০২৩ নভেম্বর ১৯ ১৫:৫০:৪০
দুই কোম্পানির রেকর্ড সর্বোচ্চ লেনদেন

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার (১৯ নভেম্বর) শেয়ারবাজারে সূচকের বড় পতন হয়েছে। পাশাপাশি আজ লেনদেনেও ছিল ভাটার টান। তবে বড় পতন ও লেনদেনে ভাটার মধ্যেও আজ দুই কোম্পানির রেকর্ড সর্বোচ্চ লেনদেন হয়েছে। রেকর্ড লেনদেনের পাশাপাশি কোম্পানি দুটির শেয়ার দামেও ছিল বড় উল্লম্ফন। কোম্পানি ২টি হলো-ফু-ওয়াং সিরামিক ও সেন্ট্রাল ফার্মা লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে আজ ফু-ওয়াং সিরামিকের শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ২৮ লাখ ২৮ হাজার ২৮২টি। যার বাজার মূল্য ছিল ৪৫ কোটি ৮৭ লাখ ৩৭ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১০.৫৭ শতাংশ। ডিএসইর শীর্ষ লেনদেন তালিকায় আজ ফু-ওয়াং সিরামিকের শেয়ার ছিল প্রথম স্থানে।

অন্যদিকে, আজ সেন্ট্রাল ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ৪ লাখ ৩৮৫টি। যার বাজার মূল্য ছিল ১৬ কোটি ৪৫ লাখ ৬৩ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৮৯ শতাংশ। ডিএসইর শীর্ষ লেনদেন তালিকায় আজ সেন্ট্রাল ফার্মার শেয়ার ছিল দ্বিতীয় স্থানে।

কোম্পানি ২টির মধ্যে আজ ফু-ওয়াং সিরামিকের শেয়ার গত দুই বছরের মধ্যে রেকর্ড সর্বোচ্চ লেনদেন হয়েছে। এর আগে চলতি বছরের ১০ জুলাই কোম্পানিটির ১ কোটি ২৯ লাখ ৭৮ হাজার ৬৪৭টি শেয়ার লেনদেন হয়েছিল। যা ছিল আগের দুই বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন। আজ কোম্পানিটি আগের সেই রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

অন্যদিকে, আজ সেন্ট্রাল ফার্মার শেয়ার গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণে লেনদেন হয়েছে। এর আগে গত ৭ নভেম্বর কোম্পানিটির ৯৫ লাখ ১৭ হাজার ৮৯টি শেয়ার লেনদেন হয়েছিল। যা ছিল আগের দুই বছরের মধ্যে সর্বোচ্চ।

৩০ জুন, ২০২৩ অর্থবছরের জন্য ফু-ওয়াং সিরামিক ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আর সেন্ট্রাল ফার্মা নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে ফু-ওয়াং সিরামিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ২৩ পয়সা।

অন্যদিকে, সমাপ্ত অর্থবছরে সেন্ট্রাল ফার্মার শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৭ পয়সা। আগের বছর শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৫৭ পয়সা।

শেয়ারনিউজ, ১৯ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে