ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

গাজায় ইসরাইলি হামলা নিয়ে যা বললেন মোদি

২০২৩ নভেম্বর ১৯ ১২:২১:৪৮
গাজায় ইসরাইলি হামলা নিয়ে যা বললেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফিলিস্তিনি প্রতিরোধ গ্রুপ হামাসের হামলার পরে দৃঢ়ভাবে ইসরাইলের পাশে দাঁড়িয়েছিলেন। উন্নয়নশীল দেশগুলোর সংগঠন গ্লোবাল সাউথের ভার্চুয়াল শীর্ষ বৈঠকে এবার গাজা ভূখণ্ডে ইসরাইলি সেনাবাহিনীর ধারাবাহিক হামলা এবং হতাহতদের সংখ্যার দ্রুত বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মোদি।

শুক্রবার (১৭ নভেম্বর) দ্বিতীয় ‘ভার্চুয়াল ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট’-এর বক্তৃতায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘হামাস এবং ইসরাইলি সেনাবাহিনীর সংঘর্ষে সাধারণ নাগরিকদের মৃত্যু কোনোভাবেই মেনে নেয়া যায় না। ভারত এর তীব্র নিন্দা করছে।’ বর্তমান পরিস্থিতি পশ্চিম এশিয়ার উন্নয়নের পথে অন্তরায় হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

চলতি মাসের গোড়ায় ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের সাথে টেলিফোনে আলোচনা করেছিলেন মোদি। তখন গাজার সাধারণ ফিলিস্তিনিদের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি।

শুক্রবার হামাসের হামলার নিন্দা করার পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, ‘সাধারণ মানুষের মৃত্যু রুখতে গোটা বিশ্বকে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতে হবে।’ সূত্র : আনন্দবাজার পত্রিকা

শেয়ারনিউজ, ১৯ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে