ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

গাজার এক স্কুলে ইসরাইলি হামলায় নিহত ২০০

২০২৩ নভেম্বর ১৯ ০৯:৫১:৩৬
গাজার এক স্কুলে ইসরাইলি হামলায় নিহত ২০০

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি বোমা হামলায় দুইশ’র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার উত্তরাঞ্চলের আল-ফাখুরা স্কুলে। ইসরাইলের নির্বিচার হামলা থেকে বাঁচতে জাবালিয়া এলাকার এই স্কুলে হাজার হাজার বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছিলেন। এছাড়া সেখানকার ‘তাল আল জাতার’ স্কুলেও বোমা ফেলা হয়েছে।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দখলদার বাহিনীর জঙ্গিবিমানগুলো জাবালিয়া এলাকায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। সেখানে নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহার করা হচ্ছে বলেও তারা জানিয়েছেন।

এছাড়া আজ গাজার অন্যান্য স্থানেও জঙ্গি বিমানগুলো থেকে বোমাবর্ষণ করা হয়েছে। এর ফলে আরও বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন।

গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় গাজায় ১২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আমেরিকা, ইউরোপসহ পশ্চিমা দেশগুলোর সমর্থন ও সহযোগিতায় সেখানে নারকীয় হত্যাকাণ্ড চালানো হচ্ছে। আন্তর্জাতিক সংস্থাগুলোও জোরালো কোনো পদক্ষেপ নিচ্ছে না। সূত্র: পার্সটুডে

শেয়ারনিউজ, ১৯ নভেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে