ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

‘এ’ গ্রুপের পাঁচ শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ অনাস্থা

২০২৩ নভেম্বর ১৭ ১১:৫৯:০৩
‘এ’ গ্রুপের পাঁচ শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ অনাস্থা

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১২-১৬ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ শেয়ারদর কমেছে ‘এ’গ্রুপের পাঁচ কোম্পানির শেয়ার। যেগুলো হলো-জেমিনি সী ফুড, অ্যাপেক্স ফুটওয়্যার, এডিএন টেলিকম, মুন্নু এগ্রো ও অ্যারামিট লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।

কোম্পানি পাঁচটির মধ্যে সপ্তাহের ব্যবধানে জেমিনি সী ফুডের শেয়ারদর কমেছে ২২.৪৪ শতাংশ, অ্যাপেক্স ফুটওয়্যারের ১৬.৭৭ শতাংশ, এডিএন টেলিকমের ১৪.৫১ শতাংশ, মুন্নু এগ্রোর১২.৮৪ শতাংশ এবং অ্যারামিট লিমিটেডের ১২.৭৮ শতাংশ। তথ্যে বিশ্লেষণে দেখা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানি পাঁচটিই শেয়ারহোল্ডারদের ভালো ডিভিডেন্ড দিয়েছে। যার মধ্যে জেমিনি সী ফুড সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ও ১০০ শতাংশ বোনাস, অ্যাপেক্স ফুটওয়্যার ৩৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস, এডিএন টেলিকম ১৫ শতাংশ ক্যাশ, মুন্নু এগ্রো ৩ শতাংশ ক্যাশ ও ৩২ শতাংশ বোনাস এবং অ্যারামিট লিমিটেড ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানিগুলোর কয়েকটি শেয়ার ডিভিডেন্ড ঘোষণার পর থেকেই পতন প্রবণতায় নিপতিত। বাজার সংশ্লিষ্টরা বলছেন, দেশের শেয়ারবাজারে এখন রীতি-নীতি বহির্ভূত আচরণ লক্ষ্য করা যাচ্ছে। এখানে এখন ডিভিডেন্ড না দিলে শেয়ারদর বাড়তে দেখা যায়, আর ডিভিডেন্ড ভালো দিলে শেয়ারদর কমতে দেখা যায়। শেয়ারবাজারে এখন অবস্থা এমন দাঁড়িয়েছে, ডিভিডেন্ড যতো বেশি ভালো হবে, শেয়ারদর ততো বেশি কমবে। যা সুস্থ শেয়াবাজারের জন্য মোটেও শুভ লক্ষণ নয়।

শেয়ারনিউজ, ১৭ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে