ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

পাকিস্তানি নারীদের হজ নিয়ে নতুন নিয়ম

২০২৩ নভেম্বর ১৬ ১৮:৩৩:৫৫
পাকিস্তানি নারীদের হজ নিয়ে নতুন নিয়ম

আন্তর্জাতিক ডেস্ক : মাহরাম ছাড়াই হজ পালন করতে পারবেন পাকিস্তানি নারীরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানায়, কাউন্সিল অব ইসলামিক আইডিওলোজি ‘শর্তসাপেক্ষে’ নারীদের মাহরাম ছাড়া হজ পালনের অনুমোদন দিয়েছে।

হজ মন্ত্রণালয়ের লিখিত প্রশ্নের জবাবে সংস্থাটি বলেছে, হজের সফর ও হজ নষ্ট হওয়া কিংবা ক্ষতির সম্মুখীন হওয়ার কোনো আশঙ্কা নেই- এমন নারী মাহরাম ছাড়াই হজে যেতে পারবেন।

কাউন্সিল অব ইসলামিক আইডিওলোজি জানিয়েছে, জাফরিয়া, মালিকি ও শাফিঈ ফিকাহ শাস্ত্রে নারীর মাহরাম ছাড়া হজ করার সুযোগ আছে। এক্ষেত্রে নির্ভরযোগ্য কোনো নারীকে সফরসঙ্গী হিসেবে পেতে হবে। কিন্তু কোনো নারীর যদি বাবা-মা জীবিত থাকেন কিংবা বিবাহিতা হন, তাহলে তাদের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

কাউন্সিল আরও জানিয়েছে, হানাফি ও হাম্বলি ফিকাহ শাস্ত্রে মাহরাম না থাকলে নারীর ওপর হজ ফরজ হয় না।

শেয়ারনিউজ, ১৬ নভেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে