ঢাকা, বুধবার, ২৭ আগস্ট ২০২৫
Sharenews24

অজি পেসারদের তোপের পর বৃষ্টির বাগড়া

২০২৩ নভেম্বর ১৬ ১৭:১১:০০
অজি পেসারদের তোপের পর বৃষ্টির বাগড়া

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। ব্যাটিংয়ের শুরুতেই আউজি পেসারদের আক্রমণে পড়েন প্রোটিয়া ব্যাটসম্যানরা।

ব্যাট করতে নেমে দলীয় ৮ রানের মধ্যে দুই ওপেনার অধিনায়ক টেম্বা বাভুমা ও কুইন্টন ডি ককের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। বাভুমা ৪ বলে ০ ও ১৪ বলে ৩ রান করে আউট হন ডি কক। এরপর ক্রিজে আসা এইডেন মার্করাম ও রাসি ভ্যান ডার ডুসেন শুরুর চাপ সামাল দিয়ার চেষ্টা করতে ব্যর্থ হন। দলীয় ২২ রানে ২০ বলে ১০ রান করে আউট হন মার্করাম। তার আউটের পরই ফিরে যান ডুসেন। ৩১ বলে ৬ রান করেন তিনি।

এরপর ক্রিজে আসা ডেভিড মিলারকে নিয়ে দেখেশুনে ব্যাট করতে থাকেন হেনরিখ ক্লাসেন। তবে ১৪তম ওভারে বৃষ্টির হানা দিলে ম্যাচ বন্ধ হয়। বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়। তবে বৃষ্টি থামায় আবারও শুরু হয়েছে খেলা। শেষ পর্যন্ত ১৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৪৪ রান করে প্রোটিয়ারা। অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউড নেন ২টি করে উইকেট।

শেয়ারনিউজ, ১৬ নভেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে