ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

স্বাগতিকদের অনুরোধে প্রথমবার বিশ্বকাপের পিচ পরিবর্তন

২০২৩ নভেম্বর ১৫ ১৭:১৩:৪৬
স্বাগতিকদের অনুরোধে প্রথমবার বিশ্বকাপের পিচ পরিবর্তন

ক্রীড়া প্রতিবেদক : চলমান ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল শুরুর আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে উইকেট নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে হাই-ভোল্টেজ সেমিফাইনালটি সাত নম্বর উইকেটে হওয়ার কথা ছিল। যেখানে চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি।

তবে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, স্বাগতিকদের অনুরোধে সাতের পরিবর্তে ছয় নম্বর উইকেটে খেলা হচ্ছে। ভারত ও নিউজিল্যান্ডের শেষ চারের লড়াইটি মাঠে গড়িয়েছে যে উইকেটে, যেখানে ভারত-শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়েছে।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়বেসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, চলতি আসরের প্রথম সেমিফাইনাল ম্যাচটি সাত নম্বর পিচে খেলার কথা ছিল। এমনকি ওই পিচে এখন পর্যন্ত কোনও ম্যাচ অনুষ্ঠিত হয়নি।

ভারত নিউজিল্যান্ড ম্যাচ শুরুর আগে সিদ্ধান্ত নেওয়া হয় খেলা গড়াবে ছয় নম্বর পিচে। যে ম্যাচে শ্রীলঙ্কাকে ৩০২ রানে হারিয়েছিল ভারত। ভারতীয় বোলারদের আক্রমণে দিশেহারা হয়ে মাত্র ৫৫ রান গুটিয়ে গিয়েছিল লঙ্কানরা।

নিউজিল্যান্ডের প্রভাবশালী সংবাদমাধ্যম এনজেড হেরাল্ড জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুমোদন ছাড়াই সেমিফাইনালের পিচ পরিবর্তন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এবারই স্বাগতিক দেশের অনুরোধে প্রথমবারের মতো পিচ পরিবর্তনের ঘটনা ঘটেছে।

আইসিসির পিচ বিশেষজ্ঞ অ্যান্ডি অ্যাটকিনসন ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে বলেন, ‘বিশ্বকাপের আগের পরিকল্পনা সেমিফাইনালে পরিবর্তন হয়েছে। এবারই প্রথম আইসিসি ইভেন্টের সেমিফাইনালে টিম ম্যানেজমেন্ট ও স্বাগতিক দেশের বোর্ডের অনুরোধে পছন্দের পিচে খেলা অনুষ্ঠিত হচ্ছে। তবে আইসিসির নীতিমালা অনুযায়ী পুরনো বা নতুন পিচে খেলার কোনও নির্দিষ্ট নিয়ম নেই।’

আইসিসির উইকেট ও আউটফিল্ড নীতিমালা অনুযায়ী, যে মাঠ সেমিফাইনাল বা ফাইনাল আয়োজনের দায়িত্ব পাবে, সেই ভেন্যু কর্তৃপক্ষই সেরা উইকেট এবং আউটফিল্ড কন্ডিশন ঠিক করবে।

উল্লেখ্য, ২০১৯ ইংল্যান্ড ও ওয়েলস ওয়ানডে বিশ্বকাপের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছিল ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড এবং বার্মিংহামের এজবাস্টনে। একদম নতুন পিচে খেলা হয়েছিল সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলো।

শেয়ারনিউজ, ১৫ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে