ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

উল্টো পথে শীর্ষ লেনদেনর দুই শেয়ার

২০২৩ নভেম্বর ১৫ ১৬:৫৭:২৯
উল্টো পথে শীর্ষ লেনদেনর দুই শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কর্মদিবস আজ বুধবার (১৫ নভেম্বর) উত্থান প্রবণতায় ফিরেছে উভয় শেয়ারবাজার। টানা ৬ কর্মদিবস পতনের পর আজ বিনিয়োগকারীরা শেয়ারবাজারে উত্থান দেখলো।

কিন্তু উত্থানের দিনেও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষ লেনদেন তালিকার শীর্ষ দুই শেয়ার উল্টো পথে হেঁটেছে। যেগুলো হলো-দেশবন্ধু পলিমার ও জেমিনি সী ফুড লিমিটেড।

কোম্পানি দুটির মধ্যে দেশবন্ধু পলিমারের শেয়ার লেনদেন হয়েছে ৫২ লাখ ৮২ হাজারের বেশি শেয়ার। যার বাজার মূল্য ছিল ২০ কোটি ৪৫ লাখ টাকার বেশি। কোম্পানিটির শেয়ার আজ ডিএসইতে শীর্ষ লেনদেনের প্রথম স্থানে উঠে এসেছে। কিন্তু শীর্ষ লেনদেন করেও কোম্পানিটির শেয়ারদর আজ কমেছে ১ টাকা ৫০ পয়সা বা ৩.৭৯ শতাংশ।

অন্যদিকে, জেমিনি সী ফুডের শেয়ার আজ লেনদেন হয়েছে প্রায় ৩ লাখ ৩৭ হাজার। যার বাজার মূল্য ছিল ১৮ কোটি ৭৪ লাখ টাকার বেশি। কোম্পানিটির শেয়ার আজ ডিএসইতে শীর্ষ লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। কিন্তু লেনদেনে ঝলক দেখালেও আজ কোম্পানিটির শেয়ার ক্রেতাশুন্য ছিল। আজ কোম্পানিটির দর কমেছে ৪৫ টাকা বা ৭.৫০ শতাংশ।

কোম্পানি দুটির মধ্যে দেশবন্ধু পলিমার ৩০ জুন, সমাপ্ত অর্থবছরের জন্য ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর দিয়েছিল ৫ শতাংশ ক্যাশ। যেদিন কোম্পানিটির ডিভিডেন্ড ঘোষণার খবর আসে, তার আগের দিন কোম্পানিটির শেয়ার ২২ টাকা ৯০ পয়সায় ক্লোজিং হয়েছিল। ডিভিডেন্ড ঘোষণার দিন থেকেই শেয়ারটির দর টানা বাড়তে থাকে। এরপর ৪৪ টাকায় উঠে সংশোধন হতে থাকে। আজ কোম্পানিটির শেয়ার ৩৮ টাকা ১০ পয়সায় ক্লোজিং হয়েছে।

অন্যদিকে, জেমিনি সী ফুড ৩০ জুন, সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ও ১০০ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর দিয়েছিল ১০ শতাংশ ক্যাশ ও ৩০ শতাংশ বোনাস। যেদিন কোম্পানিটির ডিভিডেন্ড ঘোষণার খবর আসে, সেদিন কোম্পানিটির শেয়ার ৯০০ টাকা পর্যন্ত লেনদেন হয়। কিন্তু সেদিনই কোম্পানিটির শেয়ার শেষ বেলায় আগের দিনের কম দামে ক্লোজিং হয়। তারপর থেকেই শেয়ারটি টানা পতনে থাকে। আজ কোম্পানিটির শেয়ার ৫৫৫ টাকা ৩০ পয়সায় ক্রেতাশুন্য থাকে। কোম্পানিটির শেয়ার নিয়ে শেয়ারনিউজ বরাবরই বিনিয়োগকারীদের সতর্ক করে প্রতিবেদন প্রকাশ করেছে।

জেমিনি সী ফুডের আগের নিউজ লিঙ্ক:

https://www.sharenews24.com/article/71445/index.html

https://www.sharenews24.com/article/71137/index.html

শেয়ারনিউজ, ১৫ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে