ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

মিয়ানমারের সিটওয়েতে কারফিউ জারি

২০২৩ নভেম্বর ১৪ ১৭:০১:৫৪
মিয়ানমারের সিটওয়েতে কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক : মায়ানমারের সিত্তওয়েতে জান্তা সরকার কারফিউ জারি করেছে। সরকারী নথি এবং মিডিয়া রিপোর্ট অনুসারে, মিয়ানমার সেনাবাহিনী এবং জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের পর জান্তা সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) থেকে এ নিয়ম জারি করেছে দেশটির স্থানীয় প্রশাসন। স্থানীয় সময় রাত নয়টার পর মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্যের সিটওয়ের বাসিন্দাদের বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর সব ধরনের বিপণিবিতান অবশ্যই রাত সাড়ে আটটার মধ্যে বন্ধ করতে হবে। স্থানীয় সংবাদমাধ্যম নারিঞ্জারা নিউজ ও ওয়েস্টার্ন নিউজ এ খবর জানিয়েছে। তবে এ কারফিউ নিয়ে এখনও মুখ খোলেনি মিয়ানমারের জান্তা সরকারের এক মুখপাত্র।

সম্প্রতি মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীদের তুমুল সংঘর্ষ চলছে। এ সংঘর্ষে বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার মানুষ। সোমবার দেশটির নিরাপত্তা বাহিনীর চৌকিতে একাধিক হামলা চালিয়েছে সংখ্যালঘু বিদ্রোহীরা। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এতে হাজার হাজার মানুষ সীমানা পেরিয়ে ভারতের মিজোরামে ঢুকে পড়ছে। সূত্র: রয়টার্স

শেয়ারনিউজ, ১৪ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে