ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

বিশ্বকাপ সেমিফাইনাল পরিচালনার দায়িত্বে থাকছেন যারা

২০২৩ নভেম্বর ১৪ ১০:২১:৪০
বিশ্বকাপ সেমিফাইনাল পরিচালনার দায়িত্বে থাকছেন যারা

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপে গ্রুপ পর্বের লড়াই শেষ হয়েছে। এখন অপেক্ষা সেমি ফাইনাল ও ফাইনালের জন্য। বুধবার (১৫ নভেম্বর) বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালে মাঠে নামবে ভারত ও নিউজিল্যান্ড।

জানা গেছে, আসন্ন এই ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ার রড টাকার এবং ইংল্যান্ড আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ। ইলিংওর্থ এই ম্যাচ দিয়েই ১০০তম ওয়ানডে ম্যাচে আম্পায়ারিংয়ের কীর্তি গড়বেন।

এর আগে ২০১৯ বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ড সেমি ফাইনালেও আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন তিনি। যদিও সেবার তৃতীয় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন টাকার।

অন্যদিকে রড টাকার ওয়ানডে ক্রিকেটে আম্পায়ারিং শুরু করেন ২০০৯ সাল থেকে। এবার বিশ্বকাপে সেমি ফাইনালে অভিজ্ঞ এই আম্পায়ারকেই দায়িত্ব বুঝিয়ে দিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এদিকে দ্বিতীয় সেমি ফাইনালে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন রিচার্ড কেটেলবরো। তার সঙ্গে আরেক আম্পায়ার হিসেবে থাকবেন ভারতীয় নীতিন মেনন।

এই বিশ্বকাপেই ১০০ ওয়ানডেতে আম্পায়ারিংয়ের রেকর্ড গড়েছেন কেটেলবরো। এবার সেই বিশ্বকাপেই সেমি ফাইনালে আম্পায়ারিংয়ের গুরু দায়িত্ব পড়েছে তার কাঁধে।

আম্পায়ার ও ম্যাচ রেফারিদের নাম ঘোষণা করে আইসিসির আম্পায়ার ও রেফারিদের ম্যানেজার শন ইজি জানিয়েছেন তাদের নাম ঘোষণা করতে পেরে আনন্দিত তারা। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে তারা নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করায় তাদের অভিনন্দন জানিয়েছেন ইজি।

নিচে আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা দেওয়া হলো-

প্রথম সেমি ফাইনাল: ভারত বনাম নিউজিল্যান্ড, বুধবার, ১৫ নভেম্বর, মুম্বাই

ফিল্ড আম্পায়ার: রিচার্ড ইলিংওর্থ, রড টাকার। তৃতীয় আম্পায়ার: জোয়েল উইলসন। চতুর্থ আম্পায়ার: অ্যাড্রিয়ান হোল্ডস্টক। ম্যাচ রেফারি: অ্যান্ডি পাইক্রফট।

দ্বিতীয় সেমি ফাইনাল: অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, কোলকাতা

ফিল্ড আম্পায়ার: রিচার্ড কেটেলবরো, নিতিন মেনন। তৃতীয় আম্পায়ার: ক্রিস গ্যাফানি। চতুর্থ আম্পায়ার: মাইকেল গফ। ম্যাচ রেফারি: জাভাগাল শ্রীনাথ।

শেয়ারনিউজ, ১৪ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে