ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

আবর্জনায় ৩৩ কোটি টাকা পেলেন কাগজ কুড়ানি, অতপর...

২০২৩ নভেম্বর ১১ ১১:৫৪:০৪
আবর্জনায় ৩৩ কোটি টাকা পেলেন কাগজ কুড়ানি, অতপর...

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ ভারতের বেঙ্গালুরু রাজ্যের আমরুথাহল্লির একজন ৩৯ বছর বয়সী ব্যক্তি কুড়ানি শহরের নাগাওয়ারা রেলওয়ে স্টেশন এবং এর আশেপাশে বর্জ্য সংগ্রহ করছিলেন। হঠাৎ একটি প্লাস্টিকের ব্যাগ পান তিনি। ব্যাগটি খুললে তার মধ্যে ৩৩ কোটি টাকা (৩ মিলিয়ন মার্কিন ডলার) পাওয়া যায়। খবর দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, সেলমান এসকে নামের ওই ব্যক্তি টাকাভর্তি ব্যাগ বাড়িতে নিয়ে আসেন। তিনি তখনো জানতেন না অত টাকা নিয়ে কি করবেন।

এর পর তিনি বিষয়টি স্ক্র্যাপ ব্যবসায়ী বাপ্পাকে জানান। বাপ্পা সেলমানকে টাকা নিজের কাছে রাখতে বলেন। সেলমান কিছু বুঝে উঠতে না পেরে স্বরাজ ইন্ডিয়ার একজন সামাজিক কর্মী কলিম উল্লাহর কাছে যান। এর পরই করিম উল্লাহ বিষয়টি নগর পুলিশ কমিশনার বি দয়ানন্দকে জানান।

করিম উল্লাহ কমিশনারকে টাকার কথা জানালে তিনি টাকাসহ করিম ও সেলমানকে তার অফিসে নিয়ে যেতে বলেন। সেলমানের ঘোর তখনো কাটেনি। তিনি পুলিশকে জানান, স্টেশনের পথে টাকার ব্যাগটি তিনি খুঁজে পেয়েছেন। কমিশনার অবিলম্বে হেব্বল পুলিশকে ডেকে ঘটনাস্থল পরিদর্শন করতে বলেন।

টাকার পাশাপাশি প্লাস্টিকের ব্যাগে জাতিসংঘের সিলসংবলিত একটি চিঠিও পান সেলমান। চিঠিতে বলা হয়েছে, অর্থ কমিটি একটি বিশেষ তহবিল স্থাপন করেছে। দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীকে সহায়তা করার জন্য নিরাপত্তা পরিষদের সদস্যরা এই তহবিল স্থাপনের জন্য ভোট দিয়েছে।

এই অঞ্চলে সন্ত্রাসী ও স্বৈরশাসকদের মতো অননুমোদিত ব্যক্তিদের দ্বারা ব্যাংকিং কার্যক্রম মুখ থুবড়ে পড়ার কারণে জাতিসংঘ অর্থ কমিটিকে নোটগুলোতে একটি দৃশ্যমান লেজার স্ট্যাম্প স্থাপন করার জন্য অনুমোদিত করে, যাতে সেগুলো সুরক্ষিত থাকে এবং নিরাপদে গন্তব্যে পৌঁছানো যায়। যদিও ডলারের ওপর লেজার স্টাম্পগুলো জাল বলে প্রতীয়মান হয়েছে এবং তাই সেগুলোকে পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকে পাঠানো হয়েছে।

শেয়ারনিউজ, ১১ নভেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে