ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
Sharenews24

উভয় স্টক এক্সচেঞ্জে ৫ প্রতিষ্ঠানে আগ্রহ কমেছে বিনিয়োগকারীদের

২০২৩ নভেম্বর ১০ ১৯:৪৮:৪১
উভয় স্টক এক্সচেঞ্জে ৫ প্রতিষ্ঠানে আগ্রহ কমেছে বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবদেক : বিদায়ী সপ্তাহে (০২-০৫ নভেম্বর) দেশের উভয় স্টক এক্সচেঞ্জে আগ্রহ কমেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ প্রতিষ্ঠান। এগুলো হলো- ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড, লিব্রা ইনফিউশনস, ন্যাশনাল টি কোম্পানি, এমবি ফার্মা এবং এডিএন টেলিকম লিমিটেড। এই ৫ প্রতিষ্ঠানে বিনিয়োগকারীদের আগ্রহ কমায় উভয় স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক লুজার বা পতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, বিদায়ী সপ্তাহে প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দরপতন বা লুজার তালিকার শীর্ষে ৫ম স্থানে অবস্থান করছে ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির ৩৩.৬৫ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে প্রতিষ্ঠানটির ৩৫ কোটি ৬১ লাখ ৮০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। প্রতিদিন গড় এক কোটি ৮৭ লাখ ১০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রতিষ্ঠানটি লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে প্রতিষ্ঠানটির ইউনিট দর কমেছে ২২.৪০ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এই প্রতিষ্ঠানের ৪৫ লাখ ১০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর পতন বা লুজার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে লিব্রা ইনফিউশনস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১২.৮৫ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এই কোম্পানির ২৬ কোটি ১৩ লাখ ১০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৫ কোটি ২২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি লুজার তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৮.৭২ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর পতন বা লুজার তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১২.৭২ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানিটির ২ কোটি ১৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৪৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি লুজার তালিকার নবম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৮.৪৬ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে কোম্পানিটির ৪ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর পতন বা লুজার তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে এমবি ফ্যামাসিউটিক্যালস পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১১.৬৯ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ১৪ কোটি ৪৪ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ২ কোটি ৮৮ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি লুজার তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৮.১২ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এই কোম্পাটির এক লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর পতন বা লুজার তালিকার অষ্টম স্থানে অবস্থান করছে এডিএন টেলিকম লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৯.০৭ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এই কোম্পানির ২৪ কোটি ৭১ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৪ কোটি ৯৪ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি লুজার তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০.৩২ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে কোম্পানিটির ২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারনিউজ, ১০ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে