ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
Sharenews24

সূচকের উত্থান হলেও পাল্লা ভারি পতনের কোম্পানির

২০২৩ নভেম্বর ০৬ ১৬:২৬:৫৪
সূচকের উত্থান হলেও পাল্লা ভারি পতনের কোম্পানির

নিজস্ব প্রতিবেদক : আগের দিনের মতো সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস আজ সোমবারও (০৬ নভেম্বর) শেয়ারবাজারে উত্থান হয়েছে। জ শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। সূচকের সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেনও। একই রকম চিত্র দেখা গেছে দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।

তবে ডিএসইতে আজ যে পরিমাণ কোম্পানির শেয়ারদর বেড়েছে, তার চেয়ে বেশি সংখ্যক কোম্পানির শেয়ারদর কমেছে। যদিও সিএসই-তে উল্টো চিত্র দেখা গেছে। সিএসই-তে যে পরিমাণ কোম্পানির শেয়ারদর বেড়েছে, তার চেয়ে কম সংখ্যক কোম্পানির শেয়ারদর কমেছে।

আজ ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২.৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৭৭.৬৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে একহাজার ৩৬২.২০ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ০.০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১৩৩.৩২ পয়েন্টে।

ডিএসইতে ৩১৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৬টির বা ২০.৯৫ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ৮৭টির বা ২৭.৬২ শতাংশের এবং ১৬২টির বা ৫১.৪৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ৫৯৫ কোটি ৭৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১২৫ কোটি ১৭ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪৭০ কোটি ৫৯ লাখ টাকা।

অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই আজ ৩৩.০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬০৪.৪৬ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১৮.১৩ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৬.২৩ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ০.৫২ পয়েন্ট এবং সিএসআই ১.১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১২৯.৫৪ পয়েন্টে, ১৩ হাজার ৩৮৯.০৭ পয়েন্টে, একহাজার ৩০৮.৯৭ পয়েন্টে এবং একহাজার ১৭৩.১৫ পয়েন্টে।

আজ সিএসইতে ১৮৩টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ৪৩টির আর অপরিবর্তিত রয়েছে ৯২টি প্রতিষ্ঠানের। আজ সিএসইতে ৭ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন হয়েছে।

শেয়ারনিউজ, ০৬ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে