ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
Sharenews24

‘আমরা এখনও নিজেদের সেরাটা খেলতে পারিনি’

২০২৩ নভেম্বর ০৬ ১৩:৫৫:৫১
‘আমরা এখনও নিজেদের সেরাটা খেলতে পারিনি’

ক্রীড়া প্রতিবেদক : এক বুক ভরা আশা নিয়ে বিশ্বকাপ খেলতে ভারত যায় বাংলাদেশ। অন্ততপক্ষে সেমিফাইনাল পর্যন্ত খেলা দলের প্রত্যাশা ছিল। এ লক্ষে আফগানিস্তানকে হারিয়ে শুভসূচনাও করে সাকিবরা। এরপর ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং পাকিস্তানের কাছে হেরে সেমিফাইনালের দৌড় থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ।

টানা হারের কারণে বাংলাদেশ শুধু এবারের বিশ্বকাপ থেকেই ছিটকে যায়নি, দলটির চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। এবারের আসরে আর দুটি ম্যাচই বাকি আছে লাল-সবুজদের। ভক্তদের জন্য সেই দুটি ম্যাচ জিততে চান লিটন দাস।

তিনি বলেন, ‘আমাদের ভক্তরাই আমাদের শক্তি। তারা অনুপ্রেরণা যোগায়। আমরা যেখানেই খেলি তারা আমাদের সমর্থন করবে। এটা (আমাদের জন্য) অনেক বড়। আমাদের এখনও দুটি ম্যাচ বাকি। আমরা কিছু ফিরিয়ে দিতে চাই।’

বাংলাদেশের এই ওপেনার বলেন, ‘এই ম্যাচটি জিততেই হবে। আমরা এখনও নিজেদের সেরাটা খেলতে পারিনি। এখনও নিজেদের শতভাগ আমরা দিতে পারিনি। প্রতিদিনই নতুন বোলার, নতুন চ্যালেঞ্জ। আমার এসব নিয়ে পরিকল্পনা আছে। এই উইকেটে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে সফল হবো।’

নিজেদের শেষ দুই ম্যাচের একটি অবশ্য আজকেই খেলতে নামবে বাংলাদেশ। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তারপর ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

শেয়ারনিউজ, ০৬ নভেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে