ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
Sharenews24

বিশ্বকাপের পর আসল কাজ শুরু হবে : হাথুরুসিংহে

২০২৩ নভেম্বর ০৫ ১৭:১০:১৮
বিশ্বকাপের পর আসল কাজ শুরু হবে : হাথুরুসিংহে

ক্রীড়া প্রতিবেদক : দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন হাথুরুসিংহে। তবে আশানূরুপ কিছু করতে পারেননি তিনি। চলমান বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সও শোচনীয়। তবে দলের এমন বাজে সময় টুর্নামেন্ট চলাকালীন সময়ে হাথুরু বললেন আসল কাজ হবে তার বিশ্বকাপ শেষে।

আগামীকাল সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে দিল্লিতে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন হাথুরুসিংহে। সম্মেলনে বিশ্বকাপ ব্যর্থতার প্রশ্নে টাইগার এই প্রধান কোচ বলেন, ‘আমার আসল কাজ শুরু হবে বিশ্বকাপের পরে। আগের সাত মাসে কিছুই করার ছিল না।’

তিনি বলেন, ‘দলটা যে অবস্থায় ছিল সেখান থেকে নিয়ে এখনকার জন্য প্রস্তুত করেছি। আসলে আমার কাজ শুরু হবে এরপর। বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়া একরকম, আর দলকে সামনে নিয়ে যাওয়া আরেক চ্যালেঞ্জ। গত সাতমাসে অনেক কিছুই নিজের নিয়ন্ত্রণের বাইরে ঘটেছে।’

তিনি আরও বলেন, ‘দেখুন আমি সাত মাস আগে কাজ শুরু করেছি। আমার হাতে কেবল সাত মাস সময় ছিল। এর মাঝে বেশ কিছু জিনিস ঘটেছে যা আমার নিয়ন্ত্রণে ছিল না। আমার মনে হয় এটা নিয়ে আলোচনা করা কিংবা ভাবার সঠিক সময় নয়।’

শেয়ারনিউজ, ০৫ নভেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে