ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

উত্থানের নেপথ্যে তিন কোম্পানির শেয়ার

২০২৩ নভেম্বর ০৫ ১৬:৫৩:৩৯
উত্থানের নেপথ্যে তিন কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার (০৫ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইর) সূচকের উত্থান হয়েছে। এদিন সূচকের উত্থানের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে চার কোম্পানি। যেগুলো হলো-প্রাইম ব্যাংক, খান ব্রাদার্স, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও ইন্ট্রাকো সিএনজি লিমিটেড। লঙ্কাবাংলা ফাইন্যান্স সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে আজ প্রাইম ব্যাংকের শেয়ার ২১ টাকা ১০ পয়সা থেকে বেড়ে ২১ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে। যার ফলে আজ সূচক উত্থানে কোম্পানিটির অবদান ছিল ১.২৭ পয়েন্ট।

এদিন সূচক উত্থানে দ্বিতীয় অবস্থানে ছিল খান ব্রাদার্স লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার ৪০ টাকা ২০ পয়সা থেকে বেড়ে ৪৪ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। যার ফলে সূচক উত্থানে কোম্পানিটির অবদান ছিল ১.২৬ পয়েন্ট।

সূচক উত্থানে আজ তৃতীয় অবস্থানে উঠে এসেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক। আজ কোম্পানিটির শেয়ার ২৩ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে ২৪ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। যার ফলে সূচক উত্থানে কোম্পানিটির অবদান ছিল ১.২০ পয়েন্ট।

আর ইন্ট্রাকো সিএনজি সূচক উত্থানে আজ ১.০১ পয়েন্ট অবদান রেখেছে। আজ কোম্পানিটির শেয়ার ৩২ টাকা ২০ পয়সা থেকে বৃদ্ধি পেয়ে ৩৫ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে ।

শেয়ারনিউজ, ০৫ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে