ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
Sharenews24

অস্বস্তিতে শীর্ষ তিন কোম্পানির বিনিয়োগকারীরা

২০২৩ নভেম্বর ০৪ ১৬:৫৬:১৮
অস্বস্তিতে শীর্ষ তিন কোম্পানির বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২৯ অক্টোবর-০২ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষ লেনদেনের ১০ কোম্পানি ছিল- ফু-ওয়াং ফুডস, এমারেন্ড ওয়েল, সী পার্ল রিসোর্ট, জেমিনি সি ফুড, ওরিয়ন ইনফিউশন, সমরিতা হাসপাতাল, সোনালী আঁশ, বাংলাদেশ মনোস্পুল পেপার, খান ব্রাদার্স এবং বিচ হ্যাচারি লিমিটেড।

শীর্ষ লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে ৭ কোম্পানির শেয়ারদর বাড়লেও ৩ কোম্পানির শেয়ারদর ছিল নেতিবাচক। ফলে নেতিবাচক প্রবণতায় থাকা ৩ কোম্পানির শেয়ার নিয়ে অস্বস্তিতে রয়েছেন কোম্পানিগুলোর বিনিয়োগকারীরা। কোম্পানিগুলো হলো-জেমিনি সি ফুড, সোনালী আঁশ ও বাংলাদেশ মনোস্পুল পেপার।

কোম্পানিগুলোর মধ্যে জেমিনি সি ফুডের শেয়ারদর কমেছে ৬.১৭ শতাংশ, সোনালী আঁশের ১.৬৬ শতাংশ এবং বাংলাদেশ মনোস্পুল পেপারের ০.৫৬ শতাংশ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, কোম্পানিগুলোর শেয়ারদর আগের সপ্তাহে বেড়েছিল। কোম্পানিগুলোর মধ্যে জেমিনি সি ফুড ও মনোস্পুল পেপার গেল সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা করেছে। লেনদেন বাড়লেও বড় বিনিয়োগকারীরা কোম্পানিগুলোর শেয়ারে মুনাফা তুলেছেন বিধায় কোম্পানিগুলোর শেয়ারদর সংশোধন হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

ডিভিডেন্ড ঘোষণা করা জেমিনি সি ফুডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। যার মধ্যে ২০ শতাংশ ক্যাশ ও ১০০ শতাংশ বোনাস। আর মনোস্পুল পেপার ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। যার মধ্যে ১৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস।

অন্যদিকে, সোনালী আঁশ আগামীকাল সোমবার ডিভিডেন্ড ঘোষণা করবে। কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই’২২-মার্চ’২৩) শেয়ার প্রতি মুনাফা করেছে ৪ টাকা ৭৯ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ৭২ পয়সা।

শেয়ারনিউজ, ০৪ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে