ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
Sharenews24

কত পয়েন্ট পেয়ে অষ্টম ব্যালন ডি’অর জিতলেন মেসি

২০২৩ নভেম্বর ০৪ ১৬:২৬:৫৪
কত পয়েন্ট পেয়ে অষ্টম ব্যালন ডি’অর জিতলেন মেসি

ক্রীড়া প্রতিবেদক : ফুটবল মহাতারকা লিওনেল মেসি বিশ্ব ফুটবলের সম্ভাব্য সবকিছুই জিতেছেন। ক্যারিয়ারের একদম শেষ পর্যায়ে এসেও জিতলেন রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর। অনেকটা প্রত্যাশিতভাবেই ফুটবল বিশ্বের সেরা ব্যক্তিগত সম্মাননা পেলেন আর্জেন্টাইন অধিনায়ক।

তবে দর্শক-সমর্থকদের কাছে কৌতূহলের বিষয় ছিল, কত পয়েন্ট পেয়ে রেকর্ড অষ্টম ব্যালন জিতেছেন তিনি। অবশেষে জানা গেল কত ভোট পেয়েছেন মেসি। ৩০ অক্টোবর রাতে প্যারিসে থিয়েটার ডু শ্যাটেলেটে জমকালো এক অনুষ্ঠানে মেসির হাতে রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর ট্রফি তুলে দেন ডেভিড বেকহাম। দ্বিতীয় স্থানে থাকা নরওয়ের আর্লিং হলান্ডকে ১০৫ পয়েন্ট ব্যবধানে হারান ‘লা পুলগা’ নামে পরিচিত আর্জেন্টাইন অধিনায়ক।

বিশ্বের ১০০ দেশের সাংবাদিক ব্যালন ডি’অরের লড়াইয়ে থাকা পাঁচজনকে ৬, ৪, ৩, ২, ও ১টি করে পয়েন্ট দিয়েছিলেন। যেখানে সবমিলিয়ে মেসি পেয়েছেন ৪৬২ পয়েন্ট। ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার হলান্ড ৩৫৭ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়েছেন। তৃতীয় স্থানে থাকা ফরাসি তারকা এমবাপ্পে পান ২৭০ পয়েন্ট।

চতুর্থ পজিশনে থাকা বেলজিয়াম মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা পেয়েছেন ১০০ পয়েন্ট। ৫ম স্থানে থাকা স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি পান ৫৭ পয়েন্ট। আর রিয়াল মদ্রিদের ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়ুস জুনিয়র ৪৯ পয়েন্ট পেয়ে ৬ষ্ঠ হয়েছেন।

হলান্ড ও এমবাপ্পেকে বড় ব্যবধানেই হারিয়ে ব্যালন জিতেছেন মেসি। ফ্রান্স সাময়িকীর প্রকাশিত পয়েন্ট তালিকা জানাচ্ছে, নিকটতম প্রতিদ্বন্দ্বী আর্লিং হালান্ডের চেয়ে ১০৫ পয়েন্ট বেশি পেয়েছেন ইন্টার মায়ামি তারকা। এ ছাড়া সাবেক পিএসজি সতীর্থ এমবাপ্পের চেয়ে ১৯২ পয়েন্ট বেশি পেয়েছেন মেসি।

শেয়ারনিউজ, ০৪ নভেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে