ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
Sharenews24

শ্বাসরুদ্ধকর ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পাকিস্তানের হার

২০২৩ অক্টোবর ২৭ ২৩:৩৪:৪৪
শ্বাসরুদ্ধকর ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পাকিস্তানের হার

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও হারের বৃত্ত ভাঙতে পারল না পাকিস্তান। উত্তেজনায় ঠাসা ম্যাচে ১ উইকেটের জয় তুলে নিল প্রোটিয়ারা। এই জয়ে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার সবার ওপরে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। তবে ৫ ম্যাচে ভারতের সমান ১০ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে তারা।

২৭১ রানের লক্ষ্যে খেলতে নেমে দুর্দান্ত শুরু করে দক্ষিণ আফ্রিকা। শাহীন আফ্রিদির করা দ্বিতীয় ওভারে ৪টি চারসহ ১৯ রান তুলে নেন কুইন্টন ডি কক। তবে শাহীনের ব্যক্তিগত দ্বিতীয় ওভারেই ফেরেন তিনি। ৩৪ রানে প্রথম উইকেট হারায় প্রোটিয়ারা। ৬৭ রানে ফেরেন অধিনায়ক টেম্বা বাভুমা।

তৃতীয় উইকেটে ৫৪ রান আসে রাসি ভ্যান ডার ডাসেন ও এইডেন মার্করাম জুটিতে। ১২১ রানে ডাসেনকে ফিরিয়ে জুটি ভাঙেন শাদাব খানের কনকাশন সাব হিসেবে মাঠে নামা উসামা মীর। বেশিক্ষণ টিকতে পারেননি এবারের আসরজুড়ে খুনে ব্যাটিং করা হেনরিখ ক্লাসেনও।

তবে পঞ্চম উইকেটে ডেভিড মিলারকে নিয়ে দলকে সুবিধাজনক স্থানে নিয়ে যেতে থাকেন মার্করাম। ২০৬ রানের মাথায় ২৯ রান করে শাহীনের বলে ফেরেন মিলার। সাতে নেমেই ধুমধাম ব্যাটিং করতে থাকেন জেনসেন।

তবে ২৩৫ রানের মাথায় ১৪ বলে ২০ রান করে হারিস রউফের বলে আউট হন তিনি। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি এইডেন মার্করামও। দলকে জয় থেকে ২১ রান দূরে রেখে ৯১ রান করে আউট হন তিনি।

একই রানে জেরাল্ড কোয়েটজেকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলেন শাহীন। ২৬০ রানের মাথায় নবম ব্যাটার হিসেবে লুঙ্গি এনগিডিকে ফিরিয়ে ম্যাচে চরম উত্তেজনা আনেন হারিস রউফ। তবে ঠান্ডা মাথায় দলকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন মহারাজ ও শামসি।

এর আগে, চেন্নাইয়ের পি চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। প্রথমে ব্যাট করা দক্ষিণ আফ্রিকা ভয়ংকর, সেই বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেন বাবর।

যদিও পাওয়ার প্লেতে খুব একটা সুবিধা করতে পারেনি দলটি। ২০ রানের মাথায় আব্দুল্লাহ শফিকের বিদায়ের পর ৩৮ রানের মাথায় ফেরেন ইমাম-উল হকও। দুইটি উইকেটই নেন মার্কো জেনসেন।

তৃতীয় উইকেটে মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে দলকে বড় রানের দিকেই নিয়ে যাচ্ছিলেন বাবর। তবে ৮৬ রানের মাথায় ব্যক্তিগত ৩১ রান করে রিজওয়ান ফিরলে ভাঙে ৪৮ রানের জুটি। সেট হয়ে ফেরেন ইফতিখার আহমেদও। দলীয় ১২৯ রানের মাথায় ব্যক্তিগত ২১ রান করে ফেরেন এই অলরাউন্ডার।

তবে পাকিস্তান সবচেয়ে বেশি বিপদে পড়ে ১৪১ রানের মাথায় বাবর ফিরলে। ৬৫ বলে ৫০ রান এসেছে অধিনায়কের ব্যাটে। ইফতিখার ও বাবর, দুজনকেই ফেরান চায়নাম্যান স্পিনার তাবরিজ শামসি। ১৪১ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলা পাকিস্তানকে বিপদ থেকে উদ্ধার করেন সৌদ শাকিল ও শাদাব খান।

ষষ্ঠ উইকেটে গড়েন ৮৪ রানের বড় জুটি। ২২৫ রানের মাথায় ৩৬ বলে ৪৩ রানের মাথায় পেসার কোয়েটজের বলে ফেরেন শাদাব। এরপর দ্রুতই শাকিল ও শাহীন আফ্রিদিকে ফেরান শামসি। শেষ পর্যন্ত ২০ বল বাকি থাকতেই ২৭০ রানে অলআউট হয় পাকিস্তান।

দক্ষিণ আফ্রিকার হয়ে ১০ ওভারে ৬০ রান দিলেও ৪ উইকেট নেন শামসি। ৯ ওভারে ৪৩ রানের বিনিময়ে ৩টি উইকেট জনসনের। বাকি ৩ উইকেটের দুইটি কোয়েটজে এবং একটি উইকেট নেন লুঙ্গি এনগিডি।

শেয়ারনিউজ, ২৭ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে