ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

গ্রামীণফোনের চেয়ারম্যান হলেন পেটার-বোরে

২০২৩ অক্টোবর ২৭ ২০:২১:৩৫
গ্রামীণফোনের চেয়ারম্যান হলেন পেটার-বোরে

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন পেটার-বোরে ফারবার্গ।

গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চেয়ারম্যানের এই নিয়োগ ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।

পেটার-বোরে ফারবার্গ বর্তমানে টেলিনর এশিয়ার প্রধান এবং টেলিনর গ্রুপের নির্বাহী নেতৃত্ব দলের সদস্য।

১৯৮৮ সালে টেলিনরে যোগদানের পর থেকে, তিনি টেলিনর নর্ডিকসের প্রধান, উদীয়মান এশিয়ার ক্লাস্টার প্রধান এবং টেলিনর গ্রুপের নির্বাহী ব্যবস্থাপনা টিমসহ বেশ কয়েকটি সিনিয়র ম্যানেজমেন্ট পদে অধিষ্ঠিত ছিলেন।

পেটার-বোরে ফারবার্গ টেলিনর নরওয়ে, টেলিনর মায়ানমার এবং গ্রামীণফোন বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা, ডিটিএসি থাইল্যান্ডের প্রধান আর্থিক কর্মকর্তা এবং প্রধান বিপণন কর্মকর্তা ছিলেন।

শেয়ারনিউজ, ২৭ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে