ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

অগ্নিকান্ডে সাইফ পাওয়ারের ক্ষয়-ক্ষতির আশংকা

২০২৩ অক্টোবর ২৬ ২১:৩৩:৩০
অগ্নিকান্ডে সাইফ পাওয়ারের ক্ষয়-ক্ষতির আশংকা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালিতে খাজা টাওয়ারে যে অগ্নিকাণ্ড ঘটেছে, তাতে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেকের ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে। তবে এই ঘটনায় কোম্পানির কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে কোম্পানিটির সূত্র। সবাই নিরাপদে ভবন ছাড়তে পেরেছেন।

কোম্পানি সূত্রে জানা গেছে, খাজা টাওয়ারে সাইফ পাওয়ার ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলোর একাধিক কার্যালয় রয়েছে। ভবনটির ৩য়. ৪র্থ, ৭ম, ১২তম, ১৩তম ও ১৪ তম তলায় এসব কার্যালয় অবস্থিত।

আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকালে খাজা ভবনে আগুন লাগে। ভবনের নয় তলায় এই আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন আরও কয়েকটি ফ্লোরে ছড়িয়ে পড়ে। বেলা সোয়া পাঁচটা নাগাদ ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ শুরু করে।

আগুনে ভবনটিতে বেশ কিছু মানুষ আটকা পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা পর্যায়ক্রমে তাদেরকে উদ্ধার করেন। তবে এর মধ্যেই হাসনা হেনা (২৭) নামে এক নারী ভবন থেকে গ্রিল বেয়ে নামার সময় পড়ে গিয়ে মারা যান।

আগুনের খবর পেয়ে বেশির অফিসের কর্মীরা নিরাপদে ভবন থেকে বের হয়ে যেতে সক্ষম হলেও অর্ধশতাধিক মানুষ আটকে যান। এদের মধ্যে সাইফ পাওয়ারটেকের কয়েকজন কর্মীও ছিলেন। রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন।

শেয়ারনিউজ, ২৬ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে