ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

দেশের হয়ে চাপ নিতে পছন্দ করি: মুশফিক

২০২৩ অক্টোবর ২৪ ১৫:২৮:০১
দেশের হয়ে চাপ নিতে পছন্দ করি: মুশফিক

ক্রীড়া প্রতিবেদক : উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম দেড় যুগ ধরে বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করছেন। চলমান বিশ্বকাপেও নিজের নামের প্রতি সুবিচার করছেন তিনি। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন দুটি অর্ধশতকও। আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মুশফিক জানিয়েছেন দেশের হয়ে দায়িত্ব ও চাপ নিতে পছন্দ করেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'কোনো চ্যালেঞ্জ আসলে আমি বলতে পারি এই চ্যালেঞ্জ আমি মোকাবেলা করব। আমি সত্যিই এই দায়িত্ব ও ভার নিতে পছন্দ করি যে তারা যেন ভাবে এখন মুশফিক ক্রিজে আছে, সে বড় অবদান রাখবে।'

মুশফিক রান পেলেও বিশ্বকাপে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে মাত্র এক জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। তবুও আশাবাদী মুশফিক। তিনি বলেন, 'আমি খুবই আশাবাদী। দুইটা অর্ধশতক করেছি। যদি শেষ পর্যন্ত খেলতে পারি এবং আরেকটু বেশি রান করতে পারি, তাহলে ইনশাআল্লাহ দল আবার জয়ের ধারায় ফিরতে পারবে।'

শেয়ারনিউজ, ২৪ অক্টোবর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে