ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ইনজুরিতে তাসকিন, দক্ষিণ আফ্রিকা ম্যাচে অনিশ্চিত!

২০২৩ অক্টোবর ২১ ১৮:১৬:০১
ইনজুরিতে তাসকিন, দক্ষিণ আফ্রিকা ম্যাচে অনিশ্চিত!

ক্রীড়া প্রতিবেদক : চলমান বিশ্বকাপে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বাংলাদেশের। টানা তিন ম্যাচে হেরে সেমিফাইনাল থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে সাকিব আল হাসানের দল। এর মাঝে যুক্ত হয়েছে ইনজুরির খবর। সাকিবের পর এবার ইনজুরিতে পড়েছেন পেসার তাসকিন আহমেদ।

এবারের বিশ্বকাপের শুরু থেকেই চোট নিয়ে খেলছেন এই পেসার। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার সময় কাঁধের পুরনো চোটে পড়ে তাসকিন। এরপরও অবশ্য ম্যাচ খেলেছেন এই পেসার। তবে ভারতের বিপক্ষে ম্যাচে তাকে দেখা যায় নাই।

এদিকে পরবর্তী দক্ষিণ আফ্রিকা বিপক্ষে ম্যাচ খেলা নিয়েও শঙ্কা জেগেছে। বিশেষ সূত্রে জানা গেছে, অবস্থা অনুযায়ী যদি তাসকিনের অপারেশন করানো হয়, তাহলে কমপক্ষে দেড় থেকে দুই মাস মাঠের বাইরে থাকতে হবে।

তবে আপাতত সে দিকে যাবে না টিম ম্যানেজমেন্ট। রিপোর্টে যদি গুরুতর কিছু ধরা পড়ে, তবে হয়তো বিশ্বকাপ শেষ হয়ে যাবে তাসকিন আহমেদের।

এর আগে পুনেতে তাসকিনের স্ক্যান করানো হয়। যদিও তার রিপোর্ট কোনো কিছু স্পষ্ট জানানো হয়নি। সাকিবের ইনজুরির মতো তাসকিনের ইনজুরি নিয়েও রহস্য তৈরি করেছে ম্যানেজমেন্ট। বাংলাদেশের পরের ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেই ম্যাচে তাসকিনকে নাও দেখা যেতে পারে।

শেয়ারনিউজ, ২১ অক্টোবর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে