ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে যা বলল যুক্তরাষ্ট্র

২০২৩ অক্টোবর ১৮ ১৭:২৬:৪৪
বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে যা বলল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র জানিয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের কোনো দলের বিষয়ে বিশেষ পছন্দ নেই। এ ছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশে এক দলের বিরুদ্ধে আরেক দলের পক্ষ নেয় না বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার (১৮ অক্টোবর) ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার এক বার্তায় তার দেশের এই অবস্থানের কথা জানান।

বাংলাদেশে রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনের জন্য মার্কিন প্রচেষ্টার কথা জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম। ওই সংবাদের পরিপ্রেক্ষিতে মার্কিন দূতাবাসকে প্রশ্ন করা হয়, আন্তর্জাতিক শৃঙ্খলায় বিশ্বাসী যুক্তরাষ্ট্র আরেকটি স্বাধীন ও সার্বভৌম দেশের ক্ষেত্রে কীভাবে এ ধরনের কর্মকাণ্ড চালাতে পারে? এটা কি কোন বিভাগে পড়ে? এমন তথ্যই শোনা গিয়েছিল পাকিস্তানের ক্ষেত্রে। ভারতীয় গণমাধ্যমের খবর নিয়ে মার্কিন দূতাবাসের মন্তব্য কী?

জবাবে মার্কিন দূতাবাসের মুখপাত্র বলেন, বাংলাদেশে ‘ব্লকড’ ওই অনলাইন আউটলেটের প্রতিবেদনের বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত।

তিনি বলেন, ‘মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র, রাষ্ট্রদূত পিটার হাস এবং অন্য কর্মকর্তারা অনেকবার বলেছেন- আমরা বাংলাদেশে এক দলের বিরুদ্ধে আরেক দলের পক্ষ নেই না বা এখানে আমাদের বিশেষ পছন্দ নেই। আমরা চাই, বাংলাদেশের জনগণ তাদের নিজেদের নেতা নির্বাচন করতে সক্ষম হোক।’

শেয়ারনিউজ, ১৮ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে