ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ফের দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা

২০২৩ অক্টোবর ০৯ ১০:৩৬:১১
ফের দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০২ রানে পরাজিত হয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার রেকর্ড ৪২৮ রানের পর শ্রীলঙ্কা ৩২৬ রানে অলআউট হয়ে যায়। এই ম্যাচের পর আরেকটি দুঃসংবাদ পেল লঙ্কানরা।

স্লো ওভার রেটের কারণে তাদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। সোমবার (০৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ম্যাচ শেষে জানা যায় নির্ধারিত সময়ের মধ্যে ২ ওভার কম বোলিং করেছে দাসুন শানাকার দল। আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ অণুচ্ছেদ অনুযায়ী মন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে।

ক্রিকেটারদের পাশাপাশি সাপোর্ট স্টাফদেরও এই জরিমানা দিতে হবে। ম্যাচের পর দাসুন শানাকা দোষ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। আম্পায়ারদের সম্মিলিত সিদ্ধান্তে দণ্ডিত হয় শ্রীলঙ্কা দল।

নিজেদের পরবর্তী ম্যাচে ১০ অক্টোবর হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়। দুই দলেরই এটি দ্বিতীয় ম্যাচ হবে। নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা করেছে পাকিস্তান।

শেয়ারনিউজ, ০৯ অক্টোবর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে