ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

শেয়ারবাজার পতনের নেপথ্যে তিন মেগা কোম্পানি

২০২৩ অক্টোবর ০৮ ১৭:২৬:২৮
শেয়ারবাজার পতনের নেপথ্যে তিন মেগা কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৮ অক্টোবর) সূচকের বড় পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইর) প্রধান সূচক কমেছে সাড়ে ২৪ পয়েন্ট। শেয়ারবাজারের এমন পতনের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে তিন মেগা কোম্পানি। সংশ্লিস্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে রয়েছে ইউনিক হোটেল, বিএসসি এবং রূপালী ব্যাংক লিমিটেড। আমারস্টক সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে আজ ইউনিক হোটেলের শেয়ারদর কমেছে ৩.৭৭ শতাংশ। এরই ফলে আজ সূচক পতনে কোম্পানিটির দায় ছিল ১.৩১ পয়েন্ট। সবশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৩ টাকা ৮০ পয়সায়।

আজ সূচক পতনে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ৪.০২ শতাংশ। এরই ফলে আজ সূচক পতনে কোম্পানিটির দায় ছিল ১.২৭ পয়েন্ট। সবশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১২ টাকা ৩০ পয়সায়।

আজ সূচক পতনে তৃতীয় অবস্থানে উঠে এসেছে রূপালী ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ৪.৫১ শতাংশ। এরই ফলে আজ সূচক পতনে কোম্পানিটির দায় ছিল ০.৯৯ পয়েন্ট। সবশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৫ টাকা ৪০ পয়সায়।

শেয়ারনিউজ, ০৮ অক্টোবর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে