ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

ক্রিপ্টো কারেন্সির ব্যবহার শুরু হবে বাংলাদেশে: বিএসইসি কমিশনার

২০২৩ অক্টোবর ০৫ ১৮:২৯:১৭
ক্রিপ্টো কারেন্সির ব্যবহার শুরু হবে বাংলাদেশে: বিএসইসি কমিশনার

নিজস্ব প্রতিবেদক: আমাদের দেশে ক্রিপ্টো কারেন্সির ব্যবহার এখনও শুরু হয়নি । বাংলাদেশের ইকোনমি যেভাবে এগিয়ে যাচ্ছে সেক্ষেত্রে হয়ত অদূর ভবিষ্যতে আমাদের দেশেও এর ব্যবহার শুরু হবে । এছাড়া ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশন (আইওএসকো) এই ক্রিপ্টো এসেট ব্যবহারের নীতিমালা নিয়ে কাজ করছে, তাই আমাদের এখন থেকেই এর সম্পর্কে জানা দরকার বলে মনে করছেন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আয়োজিত " ইনভেস্টর রেজিলিয়েন্স, ক্রিপ্টো এসেটস এবং সাসটেইনেবল ফাইনান্স” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করে সিএসইসর পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন।

আরও উপস্থিত ছিলেন সিএসইর ট্রেক এর প্রতিনিধিগন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক এবং মূল নিবন্ধ উপস্থাপনা করেছেন মোহাম্মাদ মাহাদি হাসান।

তিনি বলেন, অদূর ভবিষ্যতে এমন টেকনোলজি আসবে যখন কার্ডবিহীন লেনদেনের পরিবর্তে একটি ছোট্ট ডিভাইস হবে সব লেনদেনের মাধ্যম। সেখানে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রেও ক্রিপ্টো এসেট এর ব্যবহারও খুব অসম্ভব কিছু নয় । তাই গ্লোবাল পরিবর্তনগুলোর সাথে তাল মিলিয়ে চলতে আমাদেরকে আগে থেকেই প্রস্তুত থাকতে হবে ।

সিএসই নতুন টেকনোলজি আনা ও এর উদ্যোগকে বাস্তবায়নে সব সময়ই এগিয়ে থাকে, তাই এক্ষেত্রেও সিএসই অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।

শেয়ারনিউজ, ০৫ অক্টোবর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে