ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

বাংলাদেশের পক্ষে সিদ্ধান্ত আসায় ‘ভুয়া ভুয়া’ স্লোগান

২০২৩ অক্টোবর ০৫ ১৬:২২:৪৬
বাংলাদেশের পক্ষে সিদ্ধান্ত আসায় ‘ভুয়া ভুয়া’ স্লোগান

হাংজু এশিয়ান গেমসে বাংলাদেশ ১৭টি ডিসিপ্লিনে অংশগ্রহণ করছে। বেশ কয়েকটি ভেন্যুতে বাংলাদেশ খেললেও গ্যালারিতে দর্শকদের তেমন সমর্থন দেখা যায়নি। হাংজুতে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা একটু কমই। বুধবার (০৪ অক্টোবর) অবশ্য ক্রিকেট মাঠে বাংলাদেশি প্রবাসী দেখা গেছে।

কয়েকজন তরুণ গ্যালারির একেবারে শেষ প্রান্তে বাংলাদেশের পতাকা নিয়ে অবস্থান নেন। কয়েক’শ দর্শকের মধ্যে ৮ জন বাংলাদেশি এসেছেন সাইফ-মৃত্যুঞ্জয়দের উৎসাহ দিতে। যদিও দুর্বল মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ দল প্রথম ইনিংসে ব্যর্থতার পরিচয় দিয়েছে।

খেলা দেখতে আসা প্রবাসীরা অবশ্য বিশ্লেষণের চেয়ে দেশের খেলা দেখার সুযোগকেই বড় হিসেবে দেখছেন। তাদের মধ্যে একজন বেশ উচ্ছ্বাস নিয়েই বলেন, ‘আমরা ক্রিকেট খুব পছন্দ করি। বাংলাদেশের খেলা দেখতে পেরে খুব খুশি।’

শেয়ারনিউজ, ০৫ অক্টোবর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে