ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
Sharenews24

বিশ্বকাপের আগে ‘সুখবর’ পেল ভারত

২০২৩ অক্টোবর ০৫ ১২:৪৯:১৪
বিশ্বকাপের আগে ‘সুখবর’ পেল ভারত

ক্রীড়া প্রতিবেদক : ওয়ানডে বিশ্বকাপের প্রথম দিনেই মাঠে নামবে শেষ দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এই আসরের হট ফেভারিট ভারত আগামী রোববার (০৮ অক্টোবর) তাদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। সেই ম্যাচের আগে আইসিসির কাছ থেকে ‘স্বস্তির খবর’ পেল রোহিত শর্মার দল।

আইসিসির নতুন প্রকাশিত র‌্যাংকিংয়ে ব্যাটিং, বোলিং, অলরাউন্ডার— তিন বিভাগেই দাপট ধরে রেখেছে ভারত। ইতোমধ্যে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখলে রেখেছে ভারত। এবার ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল দেশটির ক্রিকেটাররা, যা বিশ্বকাপের আগে স্বস্তির খবর টিম ম্যানেজমেন্টের জন্য।

ওয়ানডে ফরম্যাটে আইসিসির নতুন বোলিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের মোহাম্মদ সিরাজ। তিনি ৬৬৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন। এই বিশ্বকাপেও ভারতের বোলিংয়ের প্রধান নেতা হবেন তিনি। ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের শুভমান গিল।

৮৩৯ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে রয়েছেন গিল, যেখানে ৮৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন পাক অধিনায়ক বাবর আজম। দারুণ ছন্দে থাকা গিলের থেকে বিশ্বকাপেও বড় কিছু প্রত্যাশা ভারতের সমর্থকদের। অলরাউন্ডারদের তালিকায় ভারতের কেউই সেরা পাঁচে নেই। ২২৮ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে রয়েছে ভারতের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

তিন বিভাগেই ভারতের ক্রিকেটারদের এমন ব্যক্তিগত অর্জন দলের জন্য স্বস্তির খবর। তারকা এই ক্রিকেটাররা যদি বিশ্বকাপেও নিজেদের সেরাটা দিতে পারে তা হলে হয়তো ঘরের মাঠে শিরোপা উল্লাসে মাততে পারেন রোহিত-গিল-কোহলিরা।

শেয়ারনিউজ, ০৫ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে