ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

আট জীবন বীমার ১০৩ কোটি টাকার ডিভিডেন্ড ঘোষণা

২০২৩ অক্টোবর ০৪ ২০:২৫:০৬
আট জীবন বীমার ১০৩ কোটি টাকার ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত জীবন বীমা কোম্পানিগুলো বরাবরই শেয়ারহোল্ডারদের ভালো ডিভিডেন্ড দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ২০২২ সালের ব্যবসায় জীবন বীমা কোম্পানিগুলোর বেশিরভাগেরই বেড়েছে ডিভিডেন্ড। ডিভিডেন্ড ঘোষণা করা আটটি কোম্পানির মধ্যে ছয়টিরই বেড়েছে ডিভিডেন্ড। দুটি কোম্পানির ডিভিডেন্ড কমেছে আগের বছরের তুলনায়। কোম্পানিগুলো বিনিয়োগকারীদের জন্য বিদায়ী বছরে মোট ১০৩ কোটি টাকার ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল লাইফ ৪১ কোটি ২৪ লাখ, পপুলার লাইফ ২২ কোটি ৯৬ লাখ, সন্ধানী লাইফ ১৩ কোটি ১৬ লাখ, সোনালী লাইফ ৯ কোটি ৫০ লাখ, মেঘনা লাইফ ৮ কোটি ৪৮ লাখ, প্রগতি লাইফ ৩ কোটি ৯১ লাখ, রূপালী লাইফ ৩ কোটি ৩০ লাখ, এবং চাটার্ড লাইফ ৭৫ লাখ টাকার করে মোট ১০৩ কোটি টাকার ডিভিডেন্ড ঘোষণা করেছে।

শেয়ারবাজারে বর্তমানে তালিকাভুক্ত ১৫টি জীবন বীমা কোম্পানি রয়েছে। এরমধ্যে ৪টি কোম্পানির পর্ষদ এখনও বোর্ড সভা করেনি। এই পাঁচ কোম্পানির মধ্যে রয়েছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

অন্যদিকে, পর্ষদ সভা করেও বিনিয়োগকারীদের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি তিন কোম্পানি। এই তিন কোম্পানির মধ্যে রয়েছে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স ও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

জীবন বীমা কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ। এই কোম্পানি দুটি থেকে ৩৮ শতাংশ করে ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরপরের অবস্থানে থাকা সোনালি লাইফ ইন্স্যুরেন্স ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স থেকে ২০ শতাংশ করে ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ডিভিডেন্ড বৃদ্ধি পাওয়া ছয় কোম্পানি:

ন্যাশনাল লাইফ

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৩৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছর থেকেও কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ৩ শতাংশ।

সন্ধানি লাইফ

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

সোনালী লাইফ

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছর থেকেও কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ৫ শতাংশ।

মেঘনা লাইফ

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছর থেকেও কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ৫ শতাংশ।

প্রগতি লাইফ

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছর থেকেও কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ১ শতাংশ।

চাটার্ড লাইফ

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তালিকাভুক্তির পর এটাই কোম্পানিটির প্রথম ডিভিডেন্ড ঘোষণা।

ডিভিডেন্ড কমা দুই কোম্পানি:

পপুলার লাইফ

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৩৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছর থেকেও কোম্পানিটির ডিভিডেন্ড কমেছে ২ শতাংশ।

রূপালী লাইফ

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছর থেকেও কোম্পানিটির ডিভিডেন্ড কমেছে ৭ শতাংশ।

শেয়ারনিউজ, ০৪ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে