ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
Sharenews24

শ্বাসরুদ্ধকর জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

২০২৩ অক্টোবর ০৪ ১৭:৪৬:৩৯
শ্বাসরুদ্ধকর জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে জিতেছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ২ রানের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে টাইগাররা।

বুধবার (০৪ অক্টোবর) চীনের হাংজুতে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১১৬ রান করে। জবাবে ৮ উইকেট হারিয়ে ১১৪ রানের বেশি করতে পারেনি মালয়েশিয়া।

১১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের প্রভাবে নিয়মিত বিরতিতে উইকেট হারায় মালয়েশিয়া। তবে ওপেনার সাঈদ আজিজের ২০ ও বীরেনদীপ সিংয়ের ৩৯ বলে ৫২ রানে জয়ের স্বপ্ন দেখায় মালয়েশিয়া। তবে শেষ ওভারে আফিফ বীরেনদীপকে আউট করলে রোমাঞ্চকর জয় পায় বাংলাদেশ। বাংলাদেশি বোলারদের মধ্যে রিপন মন্ডল ও আফিফ ৩টি করে উইকেট পান।

টসে জিতে প্রথমে ব্যাট করা বাংলাদেশের শুরুটা খারাপ হয়েছিল। দলীয় ৩ রানে টপ অর্ডারের ৩ উইকেট হারায়। শূন্য রানে আউট হন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও মাহমুদুল হাসান জয়। জাকির হাসান ফেরেন ১ রানে।

ব্যাটিং বিপর্যয়ে দলকে পথ দেখিয়েছেন অধিনায়ক সাইফ হাসান। ৫২ বলে ১ চার ও ৩ ছক্কায় অপরাজিত থাকেন এই ব্যাটসম্যান। এছাড়া আফিফ হোসেন ২৩ ও শাহাদাত হোসেন ২১ রান করে বিদায় নেন।

শেয়ারনিউজ, ০৪ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে