ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
Sharenews24

ফ্লোর প্রাইস ভেঙ্গেছে দুই কোম্পানির শেয়ার

২০২৩ অক্টোবর ০৪ ১৬:০১:১০
ফ্লোর প্রাইস ভেঙ্গেছে দুই কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদকঃ সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (০৪ অক্টোবর) শেয়ারবাজারে সূচকের মিশ্রতায় লেনদেন শেষ হয়েছে। আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ০.৩৪ পয়েন্ট। আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৬৪টির দর বেড়েছে, ৭৫টির দর কমেছে এবং ১৬৪টির দর অপরিবর্তিত রয়েছে। দর অপরিবর্তিত থাকা কোম্পানিগুলোর মধ্যে সিংহভাগই ফ্লোর প্রাইসের কোম্পানি। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ শেয়ারবাজারে ফ্লোর প্রাইস অতিক্রম করে লেনদেন করেছে দুই কোম্পানির শেয়ার। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এইচ আর টেক্সটাইল এবং আরএসআরএম স্টিল লিমিটেড। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটগুলোর মধ্যে আজ এইচ আর টেক্সটাইলের শেয়ারদর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ১.৪৭ শতাংশ। আগের দিন ফ্লোর প্রাইসে কোম্পানিটির শেয়ারদর ছিলো ১১৫ টাকা ৯০ পয়সায়। আজ ফ্লোর প্রাইস ভেঙ্গে কোম্পানিটির শেয়ার ক্লোজিং হয়েছে ১১৭ টাকা ৬০ পয়সায়।

আরএসআরএম স্টিলের শেয়ারদর ফ্লোর প্রাইসে নামলেও আজ আবারও ফ্লোর প্রাইস ভেঙ্গে ১৬ টাকা ৭০ পয়সায় ক্লোজ হয়েছে।

শেয়ারনিউজ, ০৪ অক্টোবর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে