ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ভিসানীতির প্রভাব কমছে শেয়ারবাজারে

২০২৩ অক্টোবর ০২ ১৫:১১:১৯
ভিসানীতির প্রভাব কমছে শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক : মার্কিন ভিসানীতির সঙ্গে যুক্ত হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের ভিসানীতি--এমন খবরে আগের দিন রোববার দেশের শেয়ারবাজারে বড় পতন দেখা দিয়েছিল। তবে একদিনের ব্যবধানে শেয়ারবাজারে ভিসা-নীতির প্রভাব কমেছে। আজ সোমবার (০২ অক্টোবর) লেনদেনের প্রথম ভাগে শেয়ারবাজারে সেল প্রেসার দেখা গেলেও মধ্যভাগে বাই প্রেসার দেখা যায়। যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে।

ফলে বিনিয়োগকারীদের বাই প্রেসারে বাজার রেড জোন থেকে গ্রীন জোনে টার্ন নেয়। এই সময়ে বিনিয়োগকারীদের মধ্যে হতাশার পরিবর্তে আস্থার প্রতিফলন দেখা যায়।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারে বড় বিনিয়োগকারীরা ধীরে ধীরে সক্রিয় হতে শুরু করেছেন। যে কারণে বাজারে সূচকের পাশাপাশি লেনদেনেও ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। তাঁরা বলছেন, বিনিয়োগকারীদের বড় লোকসানে শেয়ার বিক্রি না করাই উত্তম। কারণ বাজার ঘুরে দাঁড়ালো তাদের বেশি দামে সেই শেয়ার কিনতে হবে।

সোমবারের শেয়ারবাজার পর্যালোচনা:

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক কমেছে লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৩ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৮২ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭ টির, দর কমেছে ৫৮ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৩৭ টির। ডিএসইতে ৪৬৫ কোটি ৯৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৬৬ কোটি টাকা কম। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৫৩১ কোটি ৯৩ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৬৬ পয়েন্টে। সিএসইতে ১৪৫ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫২ টির দর বেড়েছে, কমেছে ৩৪ টির এবং ৫৯ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১২ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারনিউজ, ০২ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে