ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

তিন বছরের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো পিপলস লিজিং

২০২৩ অক্টোবর ০১ ১৬:৫১:৩০
তিন বছরের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো পিপলস লিজিং

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড তিন বছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আর্থিক প্রতিবেদন পযালোচনা করে বিনিয়োগকারীদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৯, ২০২০ ও ২০২১ সালের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে।

কোম্পানিটির আর্থিক প্রতিবেদন অনুযায়ী ২০১৯ সালে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৯ টাকা ৭৬ পয়সা, আর ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দায় দাঁড়িয়েছে ৮৩ টাকা ৫৩ পয়সায়।

২০২০ সালে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২২ টাকা ৩২ পয়সা, আর ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দায় দাঁড়িয়েছে ১০১ টাকা ২৪ পয়সায়।

২০২১ সালে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৪ টাকা ৪০ পয়সা, আর ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দায় দাঁড়িয়েছে ১১৫ টাকা ৩৪ পয়সায়।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারন করা হয়েছে ১২ অক্টোবর ২০২৩।

শেয়ারনিউজ, ০১ অক্টোবর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে