ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
Sharenews24

ফরাসি ক্লাব ফুটবলারের আত্মহত্যার চেষ্টা

২০২৩ সেপ্টেম্বর ৩০ ১৬:১৭:২৪
ফরাসি ক্লাব ফুটবলারের আত্মহত্যার চেষ্টা

ক্রীড়া প্রতিবেদক : শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল থেকে ফরাসি ক্লাব নাইস ফুটবলার অ্যালেক্সিস বেকা বেকাকে নিয়ে আলোচনা জোরদার হয়েছে। তবে ফুটবল নিয়ে নয়; আত্মহত্যার চেষ্টা করে আলোচনায় আসেন তিনি। ২২ বছর বয়সী এই ফুটবলার ফ্রান্সের ম্যাগনন ব্রিজে উঠে আত্মহত্যার হুমকি দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ ও মনোরোগ বিশেষজ্ঞ। নিজেদের মধ্যে কয়েক ঘণ্টা আলোচনার পর আত্মহত্যা করা থেকে ফিরিয়ে আনেন বেকা বেকাকে। পরে দমকল বাহিনীর সাহায্যে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিরাপদ জায়গায়। খবর স্পোর্টস টাইগার, স্পোর্টস কিডার।

ফরাসি সংবাদমাধ্যমগুলোর খবরে বেকা বেকার আত্মহত্যা করতে যাওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ায় আত্মহত্যা করতে যান এই ফুটবলার। তবে এ দাবি অস্বীকার করেছেন তার প্রতিনিধি।

তিনি জানিয়েছেন, নিসের উত্তর-দক্ষিণাঞ্চলে অবস্থিত মাগনঁ ভায়াডাক্ট থেকে লাফ দিয়ে আত্মহত্যার হুমকি দেন বেকা বেকা।

উল্লেখ্য, সেতুটি ভূপৃষ্ঠ থেকে ১০০ মিটার উঁচুতে নির্মিত। উদ্ভূত পরিস্থিতিতে ঘটনাস্থলের ছয় কিলোমিটার জুড়ে সৃষ্টি হয়েছিল দীর্ঘ যানজট।

এদিকে বেকা বেকার লাফ দেওয়ার হুমকির খবর ছড়িয়ে পড়ার পর ক্লাবজুড়ে তৈরি হয় আতঙ্ক। ঘটনার আকস্মিকতায় বাতিল করা হয়েছে ক্লাবের কোচ ফ্রান্সেসকো ফারিওলির ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনও।

ফরাসি সংবাদমাধ্যম ইনস্ট্যান্ট ফুটকে দেওয়া সাক্ষাৎকারে বেকা বেকার প্রতিনিধি বলেন, ‘সম্পর্ক ভেঙে যাওয়ার যে কারণের কথা বলা হচ্ছে, তা মিথ্যা। এ ঘটনার সঙ্গে এমন কোনো সম্পর্ক নেই।’

এদিকে ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শেষ পর্যন্ত সব কিছু ভালোভাবে শেষ হওয়ায় সবাই খুব স্বস্তি বোধ করছে।’

শেয়ারনিউজ, ৩০ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে