ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

পিএইচডি থিসিস জালিয়াতিতে ঢাবির দুই শিক্ষকের পদাবনতি, বাতিল ডিগ্রিও

২০২৩ সেপ্টেম্বর ৩০ ১০:০৬:২৮
পিএইচডি থিসিস জালিয়াতিতে ঢাবির দুই শিক্ষকের পদাবনতি, বাতিল ডিগ্রিও

নিজস্ব প্রতিবেদক : গবেষণা অভিসন্দর্ভ (থিসিস) জাল করে পিএইচডি ডিগ্রি নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম লুৎফুল কবির এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুকের ডিগ্রি বাতিল করা হয়েছে।

একইসঙ্গে শাস্তিস্বরূপ আবুল কালাম লুৎফুল কবীরকে সহকারী অধ্যাপক পদে এবং ওমর ফারুককে প্রভাষক পদে পদাবনতির দেওয়া হয়েছে। পদাবনতির এ সিদ্ধান্ত তিন বছর স্থায়ী করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে ঢাবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ারনিউজ, ৩০ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে