ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

মিরসরাইয়ে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ, নিহত ১

২০২৩ সেপ্টেম্বর ২৯ ২৩:৫৪:০১
মিরসরাইয়ে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় জাহিদ হোসেন রুমন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার ওসমানপুর ইউনিয়নের আজমপুর বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে উভয়পক্ষের ২০ নেতাকর্মী আহত হয়েছে বলে দুদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সংঘর্ষের ঘটনার রেশ ধরে হাসপাতাল থেকে নিহত রুমনের মরদেহ থানায় নেওয়ার পর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা সংগঠিত হয়ে রাত ৮টায় চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করার অভিযোগ পাওয়া গেছে।

অন্যদিকে, বিএনপির নেতাকর্মীরা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের অভিযোগ করে আওয়ামী লীগের নেতরা। এই ঘটনায় ওসমানপুর ইউনিয়নসহ আশপাশের ইউনিয়নে থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ৫ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ উপলক্ষে মিরসরাইয়ে একটি পথসভা করার কথা রয়েছে।রোড মার্চের পথসভা সফল করতে নিজ বাড়িতে প্রস্তুতি মতবিনিময় সভা আহ্বান করেন নুরুল আমিন। সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা যোগদান করেন।

সভা চলাকালীন আজমপুর বাজার ও মুহুরি প্রজেক্ট বাজারে গাড়ি তল্লাসি করে নেতাকর্মীদের মারধর করে আওয়ামী লীগের কর্মীরা। এক পর্যায়ে নুরুল আমিনের মতবিনিময় সভা চলাকালে সেখানে খবর পৌঁছে আজমপুর বাজারে যুবলীগ ছাত্রলীগ রাস্তায় ব্যারিকেড দিয়ে বিএনপি ও যুবদল কর্মীদের ওপর হামলা করেছেন। সেখানে অনেক নেতাকর্মী আহত হয়েছেন।

এরপর বিএনপি ও যুবদলের কর্মীরা সংগঠিত হয়ে লাঠিসোটা নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের লোকজনকে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এই সময় হামলায় ১৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপি।

তবে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দাবি আজ বিকেল সাড়ে ৪টায় স্থানীয় ওচমানপুর ইউনিয়ন এলাকার আজমপুর বাজারে বিএনপির লোকজন ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এই সময় ওসমানপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মোহাম্মদ হাসান, মিরাজ, আরেফিন, সাঈদ খান দুখু ও রাফিসহ ৫ নেতাকর্মী আহত হয়েছেন।

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা নিহত জাহিদুল ইসলাম রুমনকে ছাত্রলীগের কর্মী দাবি করে বলেন, বিএনপির নেতাকর্মীরা রুমনকে পিটিয়ে হত্যা করেছে। তাকে পিটিয়ে পুকুরের ফেলে দেওয়া হয়।

মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহিনুল ইসলাম স্বপন বলেন, আগামী ৫ অক্টোবর তারিখের কর্মসূচির প্রস্তুতি হিসেবে চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান স্থানীয় নেতাকর্মীদের নিয়ে একটি প্রস্তুতি সভার আয়োজন করে।

সভা শেষে বাড়ি ফেরার পথে আজমপুর বাজারে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন। আহতরা হলেন যুবদল নেতা হানিফ, জিয়া উদ্দিন জিয়া, সালা উদ্দিন বাবু নুর হোসেন বাদশা, মোহাম্মদ মিঠু, আরিফ মাইনুদ্দিন, রানা, মোজাম্মেল হোসেন, মাসুদ কালা, মোহাম্মদ তারেক, রাজু, রাকিব হোসেন, মোহাম্মদ নাসির সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম, জিলানী মিঝি, জামশেদ আলমসহ আরও অনেকে। আহতদের মিরসরাই ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, আজ রাত ৮টায় আওয়ামী লীগের লোকজন ওসমানপুরে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করে। ঘরের ভেতরে প্রয়োজনীয় কাগজপত্র পুড়িয়ে ফেলে।

নিহত জাহিদ হোসেন রুমনের মামা ইউনুছ নবী প্রকাশ হোনা জানান, ‘আমার ভাগিনা নানার বাড়িতে থেকে ক্লাস সেভেন পর্যন্ত পড়াশোনা করেছে। এরপর আর পড়াশোনা করেনি। সে এখন একটি পানির পাম্পে চাকরি করে। আজ সংঘর্ষের রুমন নিহত হয়েছে। সে কোনো দলের রাজনীতির সঙ্গে জড়িত নয়। ’

ওচমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহ্ আলম বলেন, ‘বিএনপি নেতা নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারিরা স্থানীয় আজমপুর বাজারে আমাদের ছাত্রলীগ নেতা হাসান ও তার কয়েকজন সহকর্মীর ওপর হামলা চালায়। এতে হাসপাতালে রুমন নামে এক ছাত্রলীগ কর্মী নিহত ও ৫ জন আহত হয়েছে। ’

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ডাক্তার খোন্দকার নোমান সাঈরী বলেন, আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। জাহিদ হোসেন রুমন নামের একজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। তার মাথায় রক্তক্ষরণ হয়েছে এবং পানিতে ডুবে মারা গেছে বলে মনে হচ্ছে। আহতদের মধ্যে হাসান নামের একজনের অবস্থা আশংকাজনক। তাকে চট্টগ্রাম হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মনিরুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও একাধিক আহত হয়েছে। হামলার সঙ্গে জড়িত সন্দেহে বিএনপির ৫ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ওই এলাকায় অভিযান চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ারনিউজ, ২৯ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে